লোকসভা ভোটে বিজেপির নজরে ৩৭০ আসন দখল। আর তা দখলে রাখতে বিজেপির নজরে সেই সমস্ত এলাকা, যেখানে সেভাবে বিগত বিধানসভায় জমি শক্ত করতে পারেনি বিজেপি। ফলত, দক্ষিণ ভারতের দিকে ফোকাস বাড়াতে থাকেন নড্ডারা। সেই জায়গা থেকে শনিবার অন্ধ্রপ্রদেশের তাবড় রাজনৈতিক দল টিডিপির সঙ্গে হাত মিলিয়েছে বিজেপি। ফলে এবার বিজেপির নেতৃত্বাধীন এনডিএতে শামিল হল চন্দ্রবাবাবু নাইডুর টিডিপি। সঙ্গে পবন কল্যাণের জনসেনাও বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে।
গুঞ্জন ছিলই। আর সেই মতোই, জল্পনাকে সত্যি করে অন্ধ্রপ্রদেশের রাজনৈতিক আঙিনায় এবার বিজেপি আর টিডিপি একজোটে লড়বে লোকসভা ভোট। বিজেপি এই জোটে সঙ্গে পেয়েছে অন্ধ্রপ্রদেশের আরও এক রাজনৈতিক শক্তি জনসেনাকে। অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু বলেছেন, ‘ বিজেপি, টিডিপি, জনসেনা ভোটের জন্য জোট বেঁধেছে।’ মনে করা হচ্ছে, খুব শিগিরিই পার্টিগুলির তরফে একটি যৌথ বিবৃতি দেওয়া হবে। জানা গিয়েছে, শুধু লোকসভা নয়। বিজেপি-টিডিপি-জনসেনার জোট অন্ধ্রের বিধানসভা ভোটেও লড়বে একযোগে। উল্লেখ্য, ২০২৪ লোকসভা ভোটের সঙ্গে পড়ছে এই রাজ্যের বিধানসভা ভোট। এদিকে, এই জোট নিয়ে অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু বলেন, 'অন্ধ্রপ্রদেশকে খারাপভাবে শেষ করে দেওয়া হয়েছে। বিজেপি এবং টিডিপি একত্রিত হওয়া দেশ ও রাজ্যের জন্য একটি জয়সূচক পরিস্থিতি।'
( Modi in Siliguri Highlights: ‘আমায় কারোর জন্য ব্যাঙ্ক ব্যালেন্স রাখতে হবে না', পরিবারবাদ নিয়ে বিরোধীদের তোপ মোদীর)