৫৯টি চিনা অ্যাপ নিষিদ্ধ করায় ভারতের প্রশংসা করলেন মার্কিন বিদেশসচিব মাইক পম্পেও। এতে ভারতের একতা ও জাতীয় নিরাপত্তা বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন তিনি। মাইক পম্পেও বলেন যে ভারতের এই পদক্ষেপকে স্বাগত জানাই। প্রসঙ্গত সোমবার রাতে ৫৯টি চিনা অ্যাপ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয় ভারত। এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ করে চিন। এতে আখেরে ভারতেরই ক্ষতি হবে বলে দাবি করে বেজিং। এই অ্যাপগুলি ভারতের প্রতিরক্ষা ও নিরাপত্তার স্বার্থের পরিপন্থী বলে জানিয়েছে ভারত। এগুলির মাধ্যমে ইউজারদের ডেটা চিনের হাতে চলে যাচ্ছে, এমনটাই অভিযোগ। কার্যত ভারতের কথাকেই শিলমোহর দিলেন মার্কিন বিদেশসচিব। মাইক পম্পেওর মতে এতে ভারতের একতা ও নিরাপত্তা বৃদ্ধি পাবে। প্রসঙ্গত ইতিমধ্যেই চিনের কম্যুনিস্ট পার্টির হয়ে আড়ি পাতছে, এই অভিযোগে হুয়েই ও জেডটিই-এর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে আমেরিকা। ৫জি ট্রায়ালে ভারতও যেন হুয়েইকে সুযোগ না দেয়, ,সেই জন্যেও অনেকদিন ধরে নয়াদিল্লিকে আর্জি জানাচ্ছে আমেরিকা। বেজিংয়ের সঙ্গে এই নয়া বৈরিতার ফলে চিনের কোনও কোম্পানি যে ভারতে নতুন করে টেলিকম ক্ষেত্রে প্রবেশ করার সুযোগ পাবে না, তা কার্যত বলাই যায়। বুধবারই বিএসএনএল টেন্ডার বাতিল করেছে যাতে চিনা সংস্থারা বিড না ফেলতে পারে। পরবর্তী টেন্ডারে চিনা সংস্থাদের সুযোগ দেওয়া হবে না, এটাও সাফ করে দিয়েছে বিএসএনএল।