বাংলা নিউজ > ঘরে বাইরে > নড়াইলের হামলাকারীরা অধরা, আকাশ আদৌ ধর্ম অবমাননা করেছিল কিনা, অনিশ্চিত পুলিশ

নড়াইলের হামলাকারীরা অধরা, আকাশ আদৌ ধর্ম অবমাননা করেছিল কিনা, অনিশ্চিত পুলিশ

আকাশ সাহার বাবাকে গ্রেফতার করা হয়েছে। 

Hindus faced attack in Narail in Bangladesh over an alleged facebook post- এই ঘটনায় রবিবার পর্যন্ত কোনো মামলা হয়নি৷ তবে আকাশের বাবা অশোক সাহাকে আটক করেছে পুলিশ৷ ওসি জানান, ‘অশোক সাহাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে৷ আর আকাশ সাহাকে আমরা খুঁজছি৷ হামলাকারীদের কাউকে চিহ্নিত বা আটক এখনো করতে পারিনি৷' আকাশ সাহা ধর্মের অবমাননা করে ফেসবুকে পোস্ট দিয়েছেন তা নিশ্চিত কী না জানতে চাইলে ওসি বলেন, ‘না আমরা নিশ্চিত নই, তদন্ত চলছে৷'

নড়াইলে ধর্ম অবমাননার অভিযোগ তুলে অধ্যক্ষকে জুতার মালা পরানোর পর এবার একই অজুহাতে ওই এলাকার দিঘলিয়ায় হিন্দুদের বাড়িঘর ও মন্দিরে আগুন এবং হামলার ঘটনা ঘটেছে৷

শুক্রবার রাতে এই ঘটনা ঘটে৷ দিঘলিয়ার ঘটনায় যার বিরুদ্ধে ফেসবুকে ধর্ম অবমাননার অভিযোগ তোলা হয়েছে তার বাবাকে আটক করেছে পুলিশ৷ কিন্তু হামলাকারীদের কাউকেই এখনো আটক করা হয়নি৷ তবে পুলিশ বলেছে ওই তরুণ যে ফেসবুকে ধর্ম অবমানা করে পোস্ট দিয়েছে তার প্রমাণ এখনো তারা পায়নি৷

নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের কয়েকটি হিন্দু পাড়া, বাজার ও মন্দিরে হামলা, লুটপাট ও আগুনের ঘটনা ঘটে শুক্রবার রাত ৮ টার দিকে৷ দুর্বৃত্তরা সাহা পাড়ার গোবিন্দ সাহার বাড়িটি পুরোপুরি পুড়িয়ে দিয়েছে৷ আরো চার-পাঁচটি বাড়িতে হামলা ও আগুন দিয়েছে৷ আখড়াবাড়ি এলাকায় তিন-চারটি মন্দিরে হামলা ও আগুন দিয়েছে৷ দিঘলিয়া বাজারে সাত-আটটি দোকানে হামলা ও লুটপাট চালিয়েছে৷ ঘটনাস্থল সরেজমিন পরিদর্শন করে সাংবাদিক সুলতান হোসেন জানান, গোবিন্দ সাহারা বাড়িটি পুরোপুরি ভস্মিভূত৷ অন্যান্য বাড়ি ঘরেও হামলা ও লুপপাট চালানো হয়৷ ওই এলাকার হিন্দুরা বাড়িঘরে তালা মেরে ভয়ে অন্যত্র চলে গেছেন৷

আখড়াবাড়ি সার্বজনীন মন্দিরের কোষাধ্যক্ষ সুমঙ্গল কুমার ভক্ত জানান, ‘রাত ৮টার দিকে দুর্বৃত্তরা এক যোগে হামলা চালায়৷ তারা মূল মন্দিরের সামনের নাট মন্দিরে ভাঙচুর চালায়৷ সব টিন খুলে নিয়ে যায়৷ মূল মন্দিরে তালা ভেঙ্গে ঢুকে ভাঙচুর ও লুটপাট করে৷ সবই নিয়ে গেছে৷ সামনে দুর্গাপূজা৷ প্রতিমার কাঠামো গুঁড়িয়ে দিয়েছে৷ পরে কালিমন্দিরে আগুন দিয়েছে৷ পাশে আরো তিনটি মন্দিরে হামলা ও ভাঙচুর করে৷ তিনি বলেন, ‘এক মাস পর দুর্গাপূজা৷ আমরা কীভাবে পূজা করব জানি না৷'

স্থানীয়রা জানান, ‘আকাশ সাহা নামে এক কলেজ ছাত্রের কথিত ফেসবুক পোস্টে ধর্ম অবমাননার অভিযোগ তুলে এই হামলা চালানো হয়৷ পুলিশ দ্রুতই অ্যাকশনে যাওয়ায় হামলাকারীরা আরো তাণ্ডব চালাতে পারেনি৷ তবে শুক্রবার জুমার নামাজের পর দিঘলিয়া বাজারে উত্তেজনা দেখা দেয়৷ মিছিলও বের করা হয়৷ তারা আকাশের বাড়ির সামনে গিয়ে তাকে গ্রেপ্তারের দাবিতে মিছিল করে৷ বিকেলে উত্তেজনা আরো বাড়ে৷ রাতে হামলা হয়৷ পুলিশ জুমার নামাজের পরই সক্রিয় হলে হয়তো হামলার ঘটনা ঘটত না৷'

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারান চন্দ্র পাল দাবি করেন, ‘আমরা খবর পাওয়ার পরই পরই তৎপর হই৷ পুলিশ ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে৷ ফলে বড় কোনো ঘটনা ঘটতে পারেনি৷'

এই ঘটনায় রবিবার পর্যন্ত কোনো মামলা হয়নি৷ তবে আকাশের বাবা অশোক সাহাকে আটক করেছে পুলিশ৷ ওসি জানান, ‘অশোক সাহাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে৷ আর আকাশ সাহাকে আমরা খুঁজছি৷ হামলাকারীদের কাউকে চিহ্নিত বা আটক এখনো করতে পারিনি৷'

আকাশ সাহা ধর্মের অবমাননা করে ফেসবুকে পোস্ট দিয়েছেন তা নিশ্চিত কী না জানতে চাইলে ওসি বলেন, ‘না আমরা নিশ্চিত নই, তদন্ত চলছে৷'

তিনি দাবি করেন ওই এলাকার পরিস্থিতি এখন শান্ত রয়েছে৷ নিরাপত্তার জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে৷

লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসর আলী জানান, ‘আকাশ সাহা যে ধর্ম অবমাননা করে ফেসবুকে পোস্ট দিয়েছেন তার প্রমাণ আমরা এখনো পাইনি৷ পুলিশ ওটা নিয়ে তদন্ত করছে৷ আমরা ওই এলাকা পরিদর্শন করেছি৷ পরিস্থিতি এখন শান্ত আছে, নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে৷'

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত অভিযোগ করেন, ‘এক ইমাম সাহেবের নেতৃত্বে হামলা হয়৷ তাদের সঙ্গে মাইকও ছিলো৷'

এই নড়াইলেই গত ১৭ জুন মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসের গলায় জুতার মালা পরানো হয় ডিসি, এসপি ও সরকার দলীয় নেতাদের সামনে ধর্ম অবমাননার অভিযোগ তুলে৷

ধর্ম অবমাননার অজুহাতে কেন বার বার হামলা

গত কয়েক বছর ধরে ফেসবুকে ধর্ম অবমাননার পোস্ট দেয়া হয়েছে এই অজুহাত তুলে সংখ্যালঘুদের ওপর হামলার প্রবণতা বাড়ছে৷ আবার ভুয়া তথ্য ফেসবুকে ছড়িয়ে হামলার ঘটনাও ঘটানো হচ্ছে৷

২০১২ সালে রামুতে বৌদ্ধ পল্লী ও মন্দিরে হামলা হয় উত্তম বড়ুয়া নামে এক যুবকের ধর্ম অবমাননার ফেসবুক পোস্টের কথা বলে৷ কিন্তু পরে তদন্তে ওই পোস্টের কোনো সত্যতা পাওয়া যায়নি৷

২০১৬ সালের ৩০ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়ায় নাসির নগরে হিন্দুদের বাড়িঘর ও মন্দিরে হামলা হয় রসরাজ নামে এক তরুণের ফেসবুক পোস্টের অজুহাত তুলে৷ কিন্তু তদন্তে জানা যায় রসরাজ এক নিরক্ষর জেলে৷ তার নামে ভুয়া আইডি খোলা হয়েছিলো৷

২০১৭ সালের ১০ নভেম্বর রংপুরের গঙ্গাচড়ায় হামলা হয় টিটু রায় নামে একজনের ফেসবুক পোস্টের অজুহাত তুলে৷ টিটু রায় থাকতেন নরায়ণগঞ্জে৷ ওই পোস্টেরও সত্যতা মেলেনি৷

২০১৯ সালের ২০ অক্টোবর ভোলার বোরহানউদ্দিন উপজেলায় হিন্দুদের বাড়ি ঘরে হামলা হয় ফেসবুক পোস্টের অজুহাত তুলে৷ পরে তদন্তে দেখা যায় বিপ্লব চন্দ্র দাস নামে একজনের ফেসবুক আইডি হ্যাক করে ওই পোস্ট দেয়া হয়েছিল৷

২০২১ সালের ১৭ মার্চ সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁওয়ে ৯১টি হিন্দু বাড়িতে হামলা ও লুটপাট করা হয়৷ হেফাজত নেতা মামুনুল হকের বিরুদ্ধে ঝুমন দাস নামের এক যুবকের কথিত ফেসবুক পোস্টে ধর্ম অবমাননার অজুহাত তোলা হয়৷ আর ওই পোস্ট যে ঝুমন দাস দিয়েছেন তার প্রমাণ এখনো মেলেনি৷

গত বছরের ১৩ অক্টোবর কুমিল্লায় হামলা হয়েছিলো ফেসবুকে ভুয়া তথ্য ছড়িয়ে৷

প্রতিটি ঘটনায় দেখা গেছে হামলাকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হয়নি৷ কিন্তু ফেসবুক পোস্ট না দেয়ার পরও ভুয়া অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে, মামলা হয়েছে৷ তাদের কারাগারে যেতে হয়েছে৷

রানা দাশগুপ্ত বলেন, ‘আমরা কাছে প্রমাণ আছে একটি গোষ্ঠী সংঘবদ্ধভাবে এই কাজ করছে৷ তাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেল আছে৷ তারা সেগুলো ব্যবহার করে এই কাজ করে৷ দিঘলিয়ায় হামলাকারীদের সঙ্গেই ছিলো ওই কথিত চ্যানেলগুলো৷ তারা দপুর থেকেই তাদের চ্যানেলে উত্তেজনা ছড়াচ্ছিলো৷ আমরা কুমিল্লাসহ আরো অনেক ঘটনায় এটা দেখেছি৷ তাদের কেন্দ্রীয়ভাবে নির্দেশ দেয়া হয়৷ তারা সেই অনুযায়ী কাজ করে৷'

তিনি অভিযোগ করেন, ‘ওই চক্রটির ব্যাপারে তথ্য আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে কয়েকবার দিয়েছি কিন্তু কোনো কাজ হয়নি৷ আর পুলিশ প্রশাসন আগাম তথ্য পেয়েও কোনো হামলা বন্ধেই আগাম কোনো ব্যবস্থা নেয়নি৷' তিনি বলেন, ‘এরা বাংলাদেশ থেকে হিন্দুদের তাড়িয়ে দিতে চায়৷ রাজনৈতিক ফায়দা, হিন্দুদের সম্পদ দখল করতে চায়৷'

মানবাধিকার কর্মী নূর খান বলেন, ‘‘ভারতে বিজেপি নেত্রী নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যে পর ভারত- বাংলাদেশ দুই দেশেই সাম্প্রদায়িকতা বাড়ছে৷ বাংলাদেশে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে উসকানি দেয়া বাড়ছে৷ কখনো কখনো সরকারি দলের লোকজন এবং প্রশাসন এর সঙ্গে যুক্ত হয়ে পড়ছে৷ নড়াইলে কলেজ অধ্যক্ষকে ধর্ম অবমাননার অভিযোগ তুলে জুতার মালা পরানোর ঘটনায় সেটা স্পষ্ট হয়েছে৷

তিনি মনে করেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ সেটা সব সময়ের জন্য এখন আর সত্য নয়, মাঝে মাঝে সত্য৷ আমাদের এখানে অসাম্প্রদায়িকতার চর্চা কমছে৷ সাম্প্রদায়িকতার চর্চা বাড়ছে৷ তাই এখনই সময় এই সব সাম্প্রদায়িকতা প্রতিরোধের৷ এজন্য রাষ্ট্রকে যেমন উদ্যোগ নিতে হবে, তেমনি সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে বলে মনে করেন তিনি৷

রানা দাসগুপ্ত জানান, ২০১১ সাল থেকে এ পর্যন্ত সংখ্যালঘুদের ওপর ছোট বড় তিন হাজার ৫০০ হামলা হয়েছে৷

পরবর্তী খবর

Latest News

‘বিয়ের আগে ও একটা মেসেজ করে উধাও হয়ে গেল…’ প্রেমিকার কাণ্ড সামনে আনলেন কনীনিকা ফিরছে ইষ্টি কুটুমের ‘বাহামণি’ রণিতা দাস, কোন সিরিয়ালে আসছেন, কেই বা হচ্ছে নায়ক? কর্মফলের হিসাব নেবেন শনিদেব! কবে শুরু হবে মার্গী চাল? লাকিদের লিস্টে বহু রাশি মাধ্যমিকের ফলপ্রকাশ কাল! HT বাংলায় কীভাবে রেজাল্ট দেখবেন? কখন মার্কশিট মিলবে? দিল্লি-ইসলামাবাদ উত্তেজনার মাঝে ভারতের সামরিক শক্তি বাড়াতে কী পাঠাচ্ছে আমেরিকা? ‘হাম জং না হোনে দেঙ্গে’ বলেছিলেন অটল, তাঁর আদর্শ টেনে কীসের ইঙ্গিত দিলেন দিলীপ? বৈভবের বয়স নিয়ে সংশয় প্রকাশ?বিজেন্দ্রর প্রশ্ন,‘ক্রিকেটেও প্লেয়াররা বয়স কমাচ্ছে?’ আবার শহরে অগ্নিকাণ্ডের ঘটনা, আগুনের লেলিহান শিখায় জ্বলছে লেকটাউনের স্টুডিও আতঙ্কে কাশ্মীরের জঙ্গলেই লুকিয়ে থাকতে পারে জঙ্গিরা! খাবার কি সঙ্গে নিয়ে এসেছে? হাতে মেহেন্দি, পায়ে আলতা,বাজল সানাই! বিয়ে ইউটিউবার মুকুল জানার, পাত্রী কে জানেন?

Latest nation and world News in Bangla

দিল্লি-ইসলামাবাদ উত্তেজনার মাঝে ভারতের সামরিক শক্তি বাড়াতে কী পাঠাচ্ছে আমেরিকা? ‘হাম জং না হোনে দেঙ্গে’ বলেছিলেন অটল, তাঁর আদর্শ টেনে কীসের ইঙ্গিত দিলেন দিলীপ? আতঙ্কে কাশ্মীরের জঙ্গলেই লুকিয়ে থাকতে পারে জঙ্গিরা! খাবার কি সঙ্গে নিয়ে এসেছে? কেমন আছেন পাকিস্তানের হাতে আটক বাংলার বিএসএফ জওয়ান? ফিরছেন স্ত্রী, বললেন সবটা! আজমেরে হোটেলে বিধ্বংসী আগুন! ঝাঁপ দিয়ে বাঁচতে গিয়ে মৃত ৪ ‘মোদীজি…ওদের হার নিশ্চিত’, পহেলগাঁও নিয়ে হুঙ্কার ধনকুবের মুকেশ আম্বানির বন্ধুদের সঙ্গে ১০০০০ বাজি! পাঁচ বোতল মদ্যপান করে মৃত্যু যুবকের ইজরায়েলে বিধ্বংসী দাবানল! জাতীয় জরুরি অবস্থা ঘোষণা প্রধানমন্ত্রীর ইলন মাস্কের বদলে নতুন CEO খুঁজছে টেসলা? বড় দাবি রিপোর্টে, ধনকুবের বললেন... 'বাহিনীর মনোবল ভাঙবেন না', পহেলগাঁও জঙ্গি হামলা নিয়ে আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

IPL 2025 News in Bangla

বৈভবের বয়স নিয়ে সংশয় প্রকাশ?বিজেন্দ্রর প্রশ্ন,‘ক্রিকেটেও প্লেয়াররা বয়স কমাচ্ছে?’ ২৮ বলে সেঞ্চুরি করে গেইলদের রেকর্ড ভাঙা ক্রিকেটারকে ট্রায়ালে ডাকল CSK- রিপোর্ট ২ বছর ব্যথা নিয়ে খেলেছেন, ঝুঁকির মুখে নতুন জীবন দিয়েছে RCB- দাবি তরুণ স্পিনারের IPL 2025-এ লজ্জায় ডোবার পরেই ধোনিকে ডেকে কথা বললেন চেন্নাই CEO, তবে কি এটাই শেষ? বড় ধাক্কা খেল MI, IPL থেকে ছিটকে গেল চায়নাম্যান বোলার, বদলিও খুঁজে নিল মুম্বই ‘আজকে পিচ ভালোই ছিল, কিন্তু’… প্লে অফ থেকে ছিটকে যেতেই কার দিকে আঙুল ধোনির? ব্যাটিং ব্যর্থতা,ধোনিতে আস্থা,নিলামের ভুল কৌশল- CSK-এর ভরাডুবির তালিকা বেশ লম্বা ম্যাক্সওয়েল-লকির পরিবর্ত পাওয়া যাচ্ছে না! PSL-র ওপর কেন ফুঁসছেন রিকি পন্টিং? IPL-এ কি বিনিয়োগ করবে সৌদি আরব? জল্পনা বাড়িয়ে চেয়ারম্যান বললেন, ‘এখনও পর্যন্ত…’ প্রথম দল হিসেবে প্লে-অফ থেকে শুধু ছিটকে যাওয়া নয়,সঙ্গে একাধিক লজ্জার নজির CSK-এর

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.