বাংলাদেশে ইউনুস সরকারের আমলে এবার এল সেদেশের পুলিশের নতুন লোগো। শেখ হাসিনা সরকারের পতনের ৬ মাস পার করতেই বাংলাদেশ পুলিশ পেল তার নয়া লোগো। সেদেশের আগের লোগোর থেকে বর্তমান লোগোয় বেশ কিছুটা পরিবর্তন দেখা গিয়েছে।
বাংলাদেশের পুলিশের নয়া লোগো থেকে বাদ গিয়েছে নৌকা। পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি (লজিস্টিকস) নাসিমা আক্তারের স্বাক্ষরিত এক চিঠিতে এই লোগো পরিবর্তনের কথা বলা হয়েছে। জানা গিয়েছে, সংশ্লিষ্ট মন্ত্রক নতুন লোগোর বিষয়ে জারি করবে বিজ্ঞাপন। নতুন লোগোতে দেখা যাচ্ছে না নৌকা। প্রসঙ্গত, নৌকা আবার, বাংলাদেশের শেখ হাসিনার পার্টি আওয়ামি লিগের প্রতীক। প্রশ্ন উঠছে, নয়া লোগো কি আওয়ামি লিগের প্রতি কোনও ইঙ্গিতবহ বার্তা দিচ্ছে? বর্তমানে সেই আওয়ামি লিগ শুধু ক্ষমতা থেকে চ্যুত হয়নি, একাধিক আওয়ামি লিগের নেতার বিরুদ্ধে বাংলাদেশে বহু মামলা রয়েছে। আওয়ামি লিগের নেত্রী তথা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হসিনা, সেদেশে অভ্যুত্থানের পর বর্তমানে ভারতে আশ্রিত। শেখ হাসিনাকে প্রত্য়র্পণের জন্য বারবার দিল্লির কাছে আবেদনও রেখেছে ঢাকা। এই প্রেক্ষাপটে পাল্টে গেল বাংলাদেশের পুলিশের লোগো। কোন কোন প্রতীক সেখানে ঠাঁই পেল দেখে নিন।
( Chaitra Purnima 2025: চৈত্র পূর্ণিমা ২০২৫ কবে? তিথি শুরু কখন থেকে! রইল পঞ্জিকামতে তারিখ, সময়কাল)
( Hanuman Jayanti 2025 Lucky Rashi: হনুমান জয়ন্তী ২০২৫এ ৫ গ্রহের বিরল যোগ! বৃষ, মিথুন সহ একঝাঁক রাশির ভালো সময় শুরু?)
কী কী প্রতীক ঠাঁই পেল বাংলাদেশের পুলিশের লোগোয়?
বাংলাদেশের পুলিশের নয়া লোগোয় রয়েছে জলের ওপর সেদেশের জাতীয় ফুল শাপলা ভেসে যাওয়ার চিহ্ন। এছাড়াও রয়েছে ধান ও গমের শিষ। রয়েছে পাটপাতা। আর সেখানেই লেখা রয়েছে ‘পুলিশ’ শব্দটি। প্রসঙ্গ, ধানের শিষ থেকে পাটপাতা বাংলাদেশের দৈনন্দিন সমাজ জীবনের নানান দিকের সঙ্গে জড়িত। তবে এই লোগোতে পালতোলা নৌকা না থাকা নিয়ে স্বভাবতই বেশ কিছু প্রশ্ন উঠেছে।
জানা গিয়েছে, বাংলাদেশের পুলিশের বর্তমান মনোগ্রাম বা লোগো ইতিমধ্যেই বাস্তবায়নের পথে। এই লোগোটিতেই বেছে নেওয়া হয়েছে ঢাকার তরফে। এই লোগোর বিষয়ে এসে গিয়েছে কর্তৃপক্ষের অনুমোদন। আপাতত এর সম্পর্কে বিজ্ঞপ্তি জারি বাকি। বিজ্ঞপ্তি জারি করার পর থেকেই পুলিশ বাহিনীর সব জেলা ও ইউনিটে ব্যবহার বাধ্যতামূলক করা হবে। আপাতত ইউনিফর্ম, পতাকা, সাইনবোর্ড সহ সমস্ত রকমের ক্ষেত্রে এই নয়া লোগো ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে।