Boat Capsized in Dhaka: ঢাকার বুড়িগঙ্গা নদীতে ডুবল অতিরিক্ত যাত্রী বোঝাই ‘ওয়াটার বাস’, মৃত অন্তত ৪, নিখোঁজ বহু
1 মিনিটে পড়ুন Updated: 17 Jul 2023, 06:36 AM ISTঢাকায় আসতে বা যেতে বড়িগঙ্গার ওপর চলা ‘ওয়াটার বাসের’ ওপর নির্ভরশীল কয়েক হাজার মানুষ। কাজে যোগ দিতে এবং কাজ শেষে রাতে বাড়ি ফিরতে এই নৌকাতে চেপেই নদী পারাপার করেন তারা। এই আবহে এই দুর্ঘটনায় ওয়াটার বাসে করে বুড়িগঙ্গা পারাপারের নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন।
ঢাকার বুড়িগঙ্গায় ডুবল ওয়াটার বাস