তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদী। তাঁর সঙ্গে শপথ নিয়েছেন এনডিএ জোটের ৭১ জন মন্ত্রী। তবে এমন অনেক মন্ত্রী রয়েছেন যাদের বিরুদ্ধে একাধিক গুরুতর ফৌজদারী মামলা রয়েছে। এই সমস্ত মন্ত্রীদের মধ্যে সবচেয়ে বেশি ফৌজদারী মামলা রয়েছে বান্দি সঞ্জয় কুমারের বিরুদ্ধে। তেলাঙ্গানার করিমনগর আসন থেকে তিনি জয়ী হয়েছেন। এবার তাঁকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী করেছে কেন্দ্র সরকার।
আরও পড়ুন: এবারও পূর্ণ মন্ত্রিত্ব পেল না বাংলা, মোদী সরকারে মন্ত্রী হলেন কারা? রইল তালিকা
অ্যাসোসিয়েশন অফ ডেমোক্রেটিভ রিফর্মসের (এডিআর) তথ্য অনুযায়ী, সঞ্জয়ের বিরুদ্ধে মোট ৪২ টি ফৌজদারি মামলা রয়েছে। যার মধ্যে তাঁর বিরুদ্ধে নারী নির্যাতন, অপহরণ থেকে শুরু করে রয়েছে খুনের চেষ্টার মতো গুরুতর অভিযোগ।
এডিআরের তথ্য বলছে, ৭১ জন কেন্দ্রীয় মন্ত্রীর মধ্যে ২৮ জন অর্থাৎ ৩৯ শতাংশ মন্ত্রীর বিরুদ্ধেই বিভিন্ন অপরাধের অভিযোগে মামলা রয়েছে। লোকসভার আগে নির্বাচনী হলফনামায় তারা সেই সংক্রান্ত তথ্য পেশ করেছিলেন। এর মধ্যে ১৯ জন মন্ত্রীর বিরুদ্ধে গুরুতর ফৌজদারি মামলা রয়েছে। যার মধ্যে রয়েছেন সঞ্জয়। খুনের চেষ্টা ও অপহরণের মতো মামলা রয়েছে সঞ্জয় সহ পাঁচ মন্ত্রীর বিরুদ্ধে। এছাড়া নারী নির্যাতন ও বিদ্বেষ মূলক মন্তব্যের অভিযোগ সংক্রান্ত মামলা রয়েছে রয়েছে ৮ জন মন্ত্রীর বিরুদ্ধে। জানা যাচ্ছে, সঞ্জয়ের বিরুদ্ধে বেশিরভাগ মামলা দায়ের হয়েছে ২০২১ সাল থেকে ২০২৪ সালের মধ্যে।