রেশন সিস্টেমের একাধিক অব্যবস্থা নিয়ে অসন্তোষ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। বুধবার সুপ্রিম কোর্ট জানিয়েছে, একাধিক রাজ্য ভর্তুকিযুক্ত অত্যাবশ্যকীয় পণ্য় রেশন সিস্টেমের মাধ্য়মে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে তবে সেই রেশন নির্দিষ্ট গ্রাহকদের কাছে অনেক সময় পৌঁছয় না। যাঁরা দারিদ্র সীমার নীচে রয়েছে এমন পরিবারের কাছে।
বিচারপতি সুর্যকান্ত ও বিচারপতি এন কোটিশ্বর সিংয়ের বেঞ্চের পর্যবেক্ষণ জানানো হয়েছে। আসলে একটা স্বতপ্রণোদিত মামলা করা হয়েছিল। কোভিডের সময় পরিযায়ী শ্রমিকরা যে সমস্যার মধ্য়ে পড়েছিলেন সেই সংক্রান্ত মামলা।
সেই মামলায় অ্য়াডভোকেট প্রশান্ত ভূষণ একটা ইস্যু তুলেছিলেন যে একাধিক পরিযায়ী শ্রমিক তাদের জন্য় বরাদ্দ রেশনের সুবিধা পাননি।
সেক্ষেত্রে বিচারপতিদের বেঞ্চ এনিয়ে উদ্বেগ প্রকাশ করেছে যে যাদের রেশনের সুবিধা পাওয়ার অধিকার নেই তারা রেশন কার্ডের অপব্যবহার করছেন।
বার অ্যান্ড বেঞ্চের প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, বিচারপতি সুর্যকান্ত জানিয়েছেন, আমাদের উদ্বেগ হল এই বেনিফিট সেটা প্রকৃত বিপিএল পরিবারের জন্য। কিন্তু সেটা কি তাদের হাতে চলে যাচ্ছে যাদের এটার ব্যাপারে অধিকার নেই? রেশন কার্ড এখন জনপ্রিয় কার্ড, রাজ্য খালি বলে দিচ্ছে যে আমরা এমন অনেক কার্ড ইস্যু করে দিয়েছি…কিছু রাজ্য রয়েছে যখন এই রেশন ব্যবস্থার উন্নতির কথা জানতে চাওয়া হচ্ছে তখন বলছে মাথাপিছু আয় বেড়ে গিয়েছে। আর যখন বিপিএলের কথা বলছি তখন বলছেন যে ৭৫ শতাংশ হল বিপিএল। কীভাবে এটা চেপে রাখা হচ্ছে? এই দ্বন্দ্বটা একেবারে মজ্জাগত। এটা আমাদের নিশ্চিত করতে হবে যে যাদের এটার অধিকার রয়েছে তাঁরা যেন এটা পান।