মেইতেই-মন্দিরে হামলার জেরে নতুন করে চাঞ্চল্য দেখা দিয়েছে মণিপুরে। মণিপুরের পূর্ব ইম্ফলের ওয়াকান এলাকায় মেইতেইদের প্রার্থনার স্থলে কুকি জঙ্গিরা গুলি চালিয়েছে বলে সন্দেহ। এই আবহে এলাকায় রয়েছে হাই অ্যালার্ট। এদিকে, রাষ্ট্রপতি শাসনের আবহে মণিপুরে এই প্রথমবার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠকে বসলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিনের বৈঠক থেকে শাহ সরাসরি নিরাপত্তা বাহিনীকে এক বড় নির্দেশ দিয়েছেন।
রাষ্ট্রপতি শাসনের আবহে মণিপুর নিয়ে এই প্রথম বৈঠক করেন অমিত শাহ। এই বৈঠকে তিনি নিরাপত্তা বাহিনীকে সাফ জানান, যাতে তারা মণিপুরের সব রাস্তায় আগামী ৮ মার্চ থেকে সমস্ত মানুষের অবাধ যাতায়ার নিশ্চিত করেন। রাষ্ট্রপতি শাসন জারির পর থেকে মণিপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা বিষয়ক বৈঠকে বসেন অমিত শাহ। তিনি সাফ জানান, যাঁরা রাস্তা অবরোধ করবেন,তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, ২০২৩ সাল থেকে জাতি দাঙ্গায় বিধ্বস্ত মণিপুর। মূলত, কুকি বনাম মেইতেই জাতির সংঘর্ষ ঘিরে এই বিক্ষোভ, সংঘাত। মণিপুরের দাঙ্গায় লুট হওয়া অস্ত্র যাতে সরকারের কাছে ফিরে আসে, তার জন্য ইতিমধ্যেই সচেষ্ট মণিপুরের রাজ্যপাল। সেই ডাকে সাড়াও দিয়েছেন অনেকে। কিছুদিন আগে, মেইতেই গোষ্ঠী আরাম্বাই তেনগোলের তরফে ২৪৬ টি অস্ত্র রাজ্যপাল অজয় কুমারের হাতে তুলে দেওয়া হয়। এরপরই মেইতেই মন্দির ‘কোংবা মারু’ মন্দিরে হামলা হয়। মনে করা হচ্ছে, পূর্ব ইম্ফলের কোংবা মারু মন্দিরে এই হামলা কুকি জঙ্গিরা ঘটিয়েছে।
( Sukra Vakri Astrology: ২ মার্চ থেকে ভালো সময়ের মুখ দেখতে পারে এই ৩ রাশি! শুক্রের কৃপা পাবেন কারা? রইল জ্যোতিষমত)
( Shanidev Uday 2025: শনিদেবের উদয় কবে? রইল তারিখ, সময়, ভাগ্যে সোনার চমক আসতে পারে বৃষ সহ ৩ রাশির)
এদিকে, মেইতেইদের কোংবা মারু মন্দিরে হামলার ঘটনার পর থেকেই ওয়াকেন এলাকায় হাই অ্যালার্ট জারি রয়েছে। আশপাশের এলাকা থেকে কুকি অধ্যুষিত গ্রামের নেতৃত্বকে ডেকে পুলিশ সাফ জানিয়েছে, শান্তি প্রক্রিয়ার মাঝে কোনও রকমের বিঘ্ন ঘটানো থেকে তাঁরা যেন বিরত থাকেন। এই পরিস্থিতিতেই এসেছে শাহের বড় বার্তা।
উল্লেখ্য, গত ১৩ ফেব্রুয়ারি ২০২৫ সাল থেকে মণিপুরে লাগু হয়েছে রাষ্ট্রপতি শাসন। সেরাজ্যে মুখ্যমন্ত্রী এন বীরেন সিং ইস্তফা দিতে এই রাষ্ট্রপতি শাসন লাগু হয়েছে। সেই আবহে মণিপুর নিয়ে এই প্রথম বৈঠকে যোগ দিলেন শাহ।