নীল ড্রাম নিয়ে নানা মিম ঘুরছে সোশ্য়াল মিডিয়ায়। আসলে মীরাট হত্যাকাণ্ডের সঙ্গে জড়িয়েছিল এই নীল ড্রামের প্রসঙ্গ। আর এবার উত্তরপ্রদেশের একটা ঘটনা সামনে এসেছে। সিসি ক্যামেরার ফুটেজ দেখলে একবারে চমকে উঠবেন। তবে সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।
উত্তরপ্রদেশের বাসিন্দা এক ব্যক্তি অভিযোগ করেছেন যে তাঁর স্ত্রী তাঁর উপর শারীরিক নির্যাতন করেছেন। এমনকী তাঁকে হুঁশিয়ারি দিয়েছেন তোমাকে মুসকানের স্বামীর মতো করব, মেরে নীল ড্রামে ভরে ফেলব!।
ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে ওই ব্যক্তি এর আগেও অন্তত দুবার ডোমেস্টিক ভায়োলেন্সের অভিযোগ দায়ের করেছিলেন স্ত্রীর বিরুদ্ধে। প্রসঙ্গত মীরাটে মুসকান ও তার প্রেমিক সাহিল স্বামীকে খুন করে ব্লু ড্রামে ভরে ফেলেছিলেন বলে অভিযোগ। সেখানে সিমেন্ট দিয়ে আটকে দিয়েছিলেন। এমনটাই অভিযোগ। এরপর তারা মানালিতে ঘুরতে চলে গিয়েছিলেন। আর মীরাটে ফেরার পরে তাদের গ্রেফতার করা হয়।