Mayawati: 'এবার মুসলিমদের সুযোগ দেওয়ার আগে দুবার ভাবব!' ভোটে ডিগবাজি খেলেন মায়াবতী
1 মিনিটে পড়ুন Updated: 05 Jun 2024, 02:58 PM ISTএক বিবৃতিতে মায়াবতী বলেছেন, কী কারণে এই পরাজয়ের কারণ তা জানতে তাঁর দল গভীর বিশ্লেষণ করবে।
এক বিবৃতিতে মায়াবতী বলেছেন, কী কারণে এই পরাজয়ের কারণ তা জানতে তাঁর দল গভীর বিশ্লেষণ করবে।
লোকসভা নির্বাচনে বহুজন সমাজ পার্টি (বিএসপি) খাতা খুলতে ব্যর্থ হয়েছে। এনিয়ে দলের অন্দরে জোর চর্চা। ভোটের ফলাফল ঘোষণার একদিন পর মায়াবতী বলেন, মুসলিম সম্প্রদায় প্রার্থী তালিকায় যথেষ্ট প্রতিনিধিত্ব থাকা সত্ত্বেও তার দলকে ভোট দেয়নি। তিনি বলেছিলেন যে সম্প্রদায়টি তার দলকে বুঝতে সক্ষম হয়নি এবং তিনি ‘অনেক চিন্তাভাবনা’ করার পরেই তাদের নির্বাচনে সুযোগ দেবেন।
এই প্রথম নয়, এর আগেও লোকসভা ভোটে বিএসপি কোনও আসন জিততে পারেনি। ২০১৪ সালে দলটি খাতা খুলতে ব্যর্থ হয়। ২০১৯ সালে সমাজবাদী পার্টির সঙ্গে জোট বেঁধে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করায় তারা ১০টি আসনে জিতেছিল।
এক বিবৃতিতে মায়াবতী বলেন, উত্তরপ্রদেশে তাদের অস্বস্তিকর পারফরম্যান্সের কারণ খুঁজে বের করতে তাঁর দল গভীর বিশ্লেষণ করবে।
মুসলিম সম্প্রদায়ের সমর্থন না পাওয়ায় অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, এই সম্প্রদায় তাকে বুঝতে পারছে না।
তিনি বলেন, 'বহুজন সমাজ পার্টির একটি গুরুত্বপূর্ণ অংশ মুসলিম সম্প্রদায়। বিগত নির্বাচনে এবং এবার লোকসভা সাধারণ নির্বাচনেও যথাযথ প্রতিনিধিত্ব দেওয়া সত্ত্বেও বিএসপিকে তারা সঠিকভাবে বুঝতে পারছে না। তাই এ অবস্থায় দল অনেক চিন্তা-ভাবনা করে তাদের নির্বাচনে সুযোগ দেবে, যাতে এবারের মতো ভবিষ্যতে দলের বড় ক্ষতি না হয়।