পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল কংগ্রেসের পাশাপাশি রয়েছে জেডিইউ, শিবসেনা, তেলুগু দেশম পার্টি, সমাজবাদী পার্টি, বহুজন সমাজবাদী পার্টি, ডিএমকে, সিপিআই, সিপিআইএম, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, পিডিপি, এনসিপি, এমডিএমকে, ভিসিকে, ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ, আরএসপিকে আমন্ত্রণ জানানো হয়েছে ভারত জোড়ো যাত্রায়।
অধীররঞ্জন চৌধুরী
অন্তিম চরণে জম্মু ও কাশ্মীরে প্রবেশ করেছে রাহুল গান্ধীর 'ভারত জোড়ো' যাত্রা। আগামী ৩১ জানুয়ারি শ্রীনগরে শেষ হওয়ার কথা এই পদযাত্রা। বিজেপি বিরোধী মোট ২১টি দলকে সেদিন যাত্রায় যোগ দেওয়ার আহ্বান করেছে কংগ্রেস। সেই তালিকায় রয়েছে তৃণমূল কংগ্রেসও। তবে তৃণমূল কংগ্রেস সেই যাত্রায় যোগ দেবে না বলে জানা গিয়েছে। এই আবহে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী আক্রমণ শানিয়েছেন মমতাকে। মোদী-মমতা বোঝাপড়া হয়েছে বলে দাবি করেন তিনি। সেই বোঝাপড়াকে 'মোমো' বলে আখ্যা দেন তিনি। (আরও পড়ুন: জোড়া বিস্ফোরণের পরও জম্মুতে জারি থাকল রাহুল গান্ধীর ভারত জোড়া যাত্রা)