Share Market: আদানি পাওয়ার নাকি টাটা পাওয়ার? কোন শেয়ারে ভালো রিটার্ন পাবেন?
1 মিনিটে পড়ুন Updated: 03 May 2022, 05:23 PM ISTআদানি পাওয়ার এবং টাটা গ্রুপের টাটা পাওয়ারের শেয়ার নিয়ে গত বেশ কিছুদিন ধরেই আলোচনা তুঙ্গে।
আদানি পাওয়ার এবং টাটা গ্রুপের টাটা পাওয়ারের শেয়ার নিয়ে গত বেশ কিছুদিন ধরেই আলোচনা তুঙ্গে।
প্রচণ্ড গরমে বিদ্যুতের চাহিদা বৃদ্ধি পেয়েছে। ফলে দ্রুত মুনাফার লক্ষ্যে বিদ্যুত্ সরবরাহকারী সংস্থায় বিনিয়োগ করা যেতে পারে। কিন্তু আদানি পাওয়ার নাকি টাটা পাওয়ার - কোথায় বিনিয়োগ করলে বেশি রিটার্ন পাবেন?
আদানি পাওয়ার এবং টাটা গ্রুপের টাটা পাওয়ারের শেয়ার নিয়ে গত বেশ কিছুদিন ধরেই আলোচনা তুঙ্গে। আরও পড়ুন: LIC IPO: আগামিকাল বাজারে আসছে দেশের বৃহত্তম IPO, কেনার আগে এইসব তথ্য মাথায় রাখুন
আদানি পাওয়ার
আদানি পাওয়ারের স্টক বর্তমানে ২৭৯.৮০ টাকা। মাত্র ১ মাস আগেই গত ৪ এপ্রিল এই শেয়ারেরই দাম ছিল ২১১.৯৫ টাকা।
গরমে বিদ্যুতের চাহিদা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এই শেয়ারের দাম আরও বৃদ্ধি পাবে বলে ধারণা বাজার পর্যবেক্ষকদের। তাছাড়া আদানি গ্রুপের প্রায় সমস্ত শেয়ারই ভালো পারফর্ম করছে। ফলে বিনিয়োগ করা যেতে পারে বলে মত বাজার বিশেষজ্ঞদের। শেয়ারটি গত এক বছরে ১৯৮% বৃদ্ধি পেয়েছে। ২০২২ সালেই এখনও পর্যন্ত ১৮২% বেড়েছে।