গত ১ অক্টোবর ২০২০ সালে চালু হয় আত্মনির্ভর ভারত রোজগার যোজনা।এর মাধ্যমে নিয়োগকারী সংস্থাগুলিকে নতুন চাকরি ও পুনর্বহালের জন্য আর্থিক সাহায্য করা হয় EPFO-র মাধ্যমে।মোট ৫৮.৫০ সুবিধাভোগীর জন্য ২২,৮১০ কোটি টাকা ধার্য করা হয়।এতদিন রেজিস্ট্রেশনের শেষ তারিখ ছিল ৩০.০৬.২০২১। এবার সেটা হল ৩১.০৩.২০২২ ।রেজিস্ট্রেশনের পর ১৫ হাজার টাকা মাসিক বেতনের কম পাওয়া কর্মীদের জন্য দুই বছরের ভর্তুকি দেবে সরকার। কীভাবে?১. ইপিএফও-তে কর্মী ও কর্মপ্রতিষ্ঠানের প্রদেয় অর্থ ভর্তুকি দেবে কেন্দ্র। (১০০০-এর কম কর্মী কাজ করেন এমন সংস্থায়)২. ১০০০-এর বেশি কর্মী কাজ করেন এমন সংস্থার ক্ষেত্রে শুধুমাত্র কর্মীর প্রদেয় টাকা ভর্তুকি দেওয়া হবে।২১.৪২ লক্ষ সুবিধাভোগীর জন্য এখনও পর্যন্ত ৯০২ কোটি টাকা দেওয়া হয়েছে। মোট ৭৯,৫৭৭ টি সংস্থা এই সুবিধা গ্রহণ করেছে।