বাংলা নিউজ > ঘরে বাইরে > Chinese Manja: ঘুড়ির উৎসবে চিনা মাঞ্জার ব্যবহারে বাড়ছে বিপদ, ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু ৫ জনের
পরবর্তী খবর
Chinese Manja: ঘুড়ির উৎসবে চিনা মাঞ্জার ব্যবহারে বাড়ছে বিপদ, ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু ৫ জনের
1 মিনিটে পড়ুন Updated: 16 Jan 2024, 11:17 AM ISTMD Aslam Hossain
রবিবার বাইকে করে যাচ্ছিলেন গুজরাটের ভাবনগরের বাসিন্দা লস্কর চৌহান (৪৮)। সেই সময় চিনা মাঞ্জায় তার গলা কেটে মৃত্যু হয়। একইভাবে সোমবার পঞ্চমহলে চার বছর বয়সি এক শিশু বাবার সঙ্গে সাইকেলে যাওয়ার সময় চিনা মাঞ্জা গলায় জড়িয়ে যায়। তাতে মৃত্যু হয় ওই শিশুর।
মকর সংক্রান্তি উৎসবে ওড়ানো হচ্ছে ঘুড়ি।
দেশজুড়ে চলছে মকর সংক্রান্তি উৎসব। সেই উৎসবকে ঘিরে শুরু হয়েছে ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতা। আর তাতেই বাড়ছে বিপদ। ঘুড়িতে চিনা মাঞ্জা ব্যবহার করার ফলে তা মৃত্যুফাঁদে পরিণত হচ্ছে। এর ফলে মৃত্যু হচ্ছে বহু মানুষের। চিনা মাঞ্জার ফলে গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন প্রান্তে ৫ জনের মৃত্যু হল। যার মধ্যে গুজরাটে চারজন এবং মধ্যপ্রদেশে একজন চিনা মাঞ্জার কারণে মারা গিয়েছে। পাঁচজনই বাইকে ছিলেন। এছাড়া গুরুতর আহত হয়েছেন মুম্বইয়ের একজন কৃষক।
রবিবার বাইকে করে যাচ্ছিলেন গুজরাটের ভাবনগরের বাসিন্দা লস্কর চৌহান (৪৮)। সেই সময় চিনা মাঞ্জায় তার গলা কেটে মৃত্যু হয়। একইভাবে সোমবার পঞ্চমহলে চার বছর বয়সি এক শিশু বাবার সঙ্গে সাইকেলে যাওয়ার সময় চিনা মাঞ্জা গলায় জড়িয়ে যায়। তাতে মৃত্যু হয় ওই শিশুর। ভাদোদরা জেলায় ২০ বছর বয়সি যুবক অঙ্কিত ভাসাভা বাইকে করে যাচ্ছিলেন। সেই সময় একটি ঘুড়ির মাঞ্জা তার ঘাড়ে জড়িয়ে যায় এবং কেটে যায়। ঘটনায় তিনি বাইক থেকে পড়ে মারা যান। সুরাটেও একই ধরনের ঘটনা ঘটেছে। ৪৫ বছর বয়সি এক মহিলা স্বামীর সঙ্গে বাইকে করে যাচ্ছিলেন। তখন তার স্বামীর গলায় চিনা মাঞ্জা জড়িয়ে যায়। ঘটনায় নিয়ন্ত্রণ হারিয়ে দুজনেই বাইরে থেকে পড়ে যান। এর ফলে মাথায় গুরুতর আঘাতের কারণে মারা যান ওই মহিলা।