৪৩০ কিমি সাইকেল চালিয়ে বিশ্বরেকর্ড করলেন ৪৫ বছর বয়সী এক মহিলা। তিনি পুনের বাসিন্দা। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম উঠেছে তাঁর। দুই বাচ্চার মা প্রীতি মাস্কে। একা ৪৩০ কিমি রাস্তা সাইকেলে অতিক্রম করেছেন তিনি। লেহ থেকে মানালি পর্যন্ত সাইকেলে যেতে তাঁর সময় লেগেছে ৫৫ ঘণ্টা ১৩ মিনিট।
কিন্ত কীভাবে কার্যত অসাধ্য সাধন করলেন ওই মহিলা? প্রীতি জানিয়েছেন কারোর যদি প্যাসন থাকে তবে বয়সটা কোনও বাধা নয়। তিনি জানিয়েছেন শরীরকে ঠিক রাখতে আমি সাইকেল চালানো শুরু করেছিলাম।৪০ বছর বয়স থেকে প্রথম সাইকেল চালানো শুরু করি। যদি আমি ভয়কে জয় করতে পারি তবে যেকোনও মহিলাই এটা পারবেন।
গত ২২ জুন প্রীতি সাইকেলে যাত্রা শুরু করেছিল। ব্রিগেডিয়ার গৌরব কারকি সকাল ৬টা নাগাদ এই যাত্রা শুরুর জন্য় পতাকা দেখিয়েছিলেন। এরপর ২৪ জুন মানালিতে তিনি যাত্রা শেষ করেন। বিআরওর কমান্ডার কর্ণেল শাবারিশ বাচালির উপস্থিতিতে ২৪ জুন রাত ১টা ১৩ নাগাদ তিনি যাত্রা শেষ করেন।
সূত্রের খবর, ওই রাস্তা যথেষ্ট দুর্গম। প্রায় ৮ হাজার মিটার খাড়াই রাস্তা। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষ তাঁকে ৬০ ঘণ্টায় ওই রাস্তা পার হওয়ার টার্গেট দিয়েছিল। তবে তার আগেই তিনি পৌঁছে গেলেন লক্ষ্যে।