1 মিনিটে পড়ুন Updated: 28 Nov 2023, 01:08 PM ISTChiranjib Paul
তাঁদের অবস্থা ক্রমশ খারাপ হতে শুরু করলে আত্মীয়রা স্থানীয় ঔরঙ্গাবাদ সদর হাসপাতালে ভর্তি করেন। পরে তাঁদের গয়ার অনুগ্রহ নারায়ণ মগধ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তিরত করা হয়।
একসঙ্গে বিষ খেল ৪ বন্ধু,
আত্মহত্যার উদ্দেশে বিষ খেল চার যুবতী। এঁদের বয়স ১৮ থেকে ২০-র মধ্যে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, চারজনে মধ্যে দু'জন সম্পর্কে বোন এবং বাকি দু'জন তাঁদের বন্ধু। এঁদের মধ্যে দু'জনের মৃত্যু হয়েছে। বাকি দু'জন মৃত্যুর সঙ্গে লড়ছে।
বিহারের ঔরঙ্গাবাদ জেলায় বুধবারের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ জানিয়েছে, 'কোন একটি বিষয়ে জটিলতার কারণে, প্রথমে দুই বোন বিষ খায়। এই খবর শুনে তাঁর দুই বন্ধুও বিষ খায়।'
তাঁদের অবস্থা ক্রমশ খারাপ হতে শুরু করলে আত্মীয়রা স্থানীয় ঔরঙ্গাবাদ সদর হাসপাতালে ভর্তি করেন। পরে তাঁদের গয়ার অনুগ্রহ নারায়ণ মগধ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তিরত করা হয়।
রাস্তায় নিয়ে যাওয়ার পথে এক বোনের মৃত্যু হয়। পরে সোমবার হাসপাতালে তাঁদের এক বন্ধু মারা যায়। বাকি দু'জনের অবস্থা আশঙ্কাজনক।
ঔরঙ্গবাদ সাব-ডিভিশনাল পুলিশ আধিকারিক মোহাম্মদ আমানুল্লা খান জানিয়েছেন, মেয়েগুলির পরিবারের লোকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে এ নিয়ে বিস্তারিত কিছু বলতে চাননি। পুলিশ আধিকারিক জানিয়েছেন, তাঁরা শোকগ্রস্ত হয়ে আছেন, তারা স্বাভাবিক হলে আবার জিজ্ঞাসাবাদ করা হবে।