নবী মুম্বইতে ভয়াবহ দুর্ঘটনা। মুম্বইয়ের একটি কলেজের চারজন পড়ুয়া রায়গড়ের একটি খাঁড়িতে স্নান করতে নেমেছিলেন। একজন সেই সময় ভেসে যায়। এরপর অপর তিনজন তাকে বাঁচানোর জন্য় এগিয়ে আসেন। আর সেই সময় তারা ক্রমশ তলিয়ে যেতে থাকে। এরপর চারজনই ডুবে যায় বলে খবর।
সূত্রের খবর, চারজনই এনসিসি করতেন। তারা ট্রেকিং করতে গিয়েছিলেন। আরও ৩৩জন তাদের সঙ্গে গিয়েছিলেন। এরপর তারা মোরবে ড্যাম এলাকায় স্নান করতে নামেন। পাহাড়ের একেবারে পাদদেশে রয়েছে সেই জলাধার। সেখানেই তারা দুপুরে স্নান করতে নেমেছিল।
এদিকে একলব্য সিং নামে এক ছাত্র প্রথমে ডুবে যাচ্ছিল। সেই সময় সে চিৎকার শুরু করে। তাকে বাঁচাতে অপর তিনজন এগিয়ে যায়। এরপর রানাথ বান্দা, ইশান্ত যাদব ও আকাশ মানে নামে তিন ছাত্রও ডুবে যায়।
পরে তাদের চারজনের দেহ উদ্ধার করা হয়। তাদের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন। মৃতদের মধ্য়ে দুজন ছিলেন বান্দ্রার রিজভি কলেজের পড়ুয়া। অপর দুজন মুম্বইয়ের অন্য কলেজে পড়তেন। সম্ভবত তারা সাঁতার কাটতে পারতেন না। সেকারণে তারা জলে ডুবে যান।