অসম সীমান্তে ভোর রাতে ১৭ জন বাংলাদেশির অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করল অসম। জানা গিয়েছে, বাংলাদেশ থেকে ভোর রাতে ৮ শিশু সহ ১৭ জন ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন। সেই চেষ্টায় জল ঢেলে দিয়েছে অসমের পুলিশ। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা এই তথ্য দিয়ে সাফ জানিয়েছে, ওই ১৭ জনকেই ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশে।
উল্লেখ্য, চলতি বছরের মাঝের সময়ে বাংলাদেশ দেখেছে উত্তপ্ত পরিস্থিতি। ছাত্র-জনতা আন্দোলনের হাত ধরে সেদেশে রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবিতে সরব হয় বাংলাদেশের আন্দোলনকারীরা। এরপরই রাতারাতি শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেন। এখানেই শেষ নয় তিনি বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন। এরপরও অশান্তির আঁচ নেভেনি। বাংলাদেশে একের পর এক জায়গায় বহু ধ্বংসলীলা দেখা গিয়েছে। হিন্দু মন্দিরে হয়েছে আক্রমণ। বহু মানুষ সেই সময়ই ভারত সীমান্তে জড়ো হতে শুরু করেছিলেন এদেশে অনুপ্রবেশের চেষ্টায়। এদিকে, সেই ঘটনারই পুনরাবৃত্তি হল সদ্য। অসমে ১৭ জন বাংলাদেশি অনুপ্রবেশের চেষ্টা করছিলেন বলে জানা গিয়েছে।
এক টুইটে হিমন্ত বিশ্বশর্মা জানান,'অনুপ্রবেশের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ, অসম পুলিশ আজ ভোরে ৯ বাংলাদেশি এবং ৮ শিশুকে সীমান্তের ওপারে পাঠিয়ে দিয়েছে।'
(Gujarat Flood: অন্ধকারে বন্যার জলের স্রোতের মাঝে বিপর্যস্ত যাত্রী বোঝাই বাস, তারপর? প্রকাশ্যে এল ভিডিয়ো )
( Surya Grahan 2024 Lucky Zodiacs: মহালয়ায় সূর্যগ্রহণ! অর্থ-মান-সম্মানে ভাগ্যে সোনার চমক আসবে বৃষ সহ বহু রাশির)
( Maldives: ‘ইন্ডিয়া আউট’ নীতি কখনওই ছিলনা-বার্তা মইজ্জুর, সম্পর্কের মেরামতিতে অক্টোবরে ভারতের আসছেন মলদ্বীপের প্রেসিডেন্ট)