
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
ফিটনেসের আশায় জিম করতে যাচ্ছেন অনেকেই, প্রাণও খুইয়ে বসছেন অসাবধানতা বশত। কিছু কিছু ক্ষেত্রে আবার মৃত্যুর কারণ হিসাবে দায়ি করা হয়েছে হার্ট অ্যাটাককে। ইদানিং প্রায়শই একের পর এক এমনই মর্মান্তিক ঘটনা ঘটে চলেছে। সম্প্রতি, ২২ বছরের এক যুবতীর সঙ্গেও প্রায় একই ঘটনা ঘটে গিয়েছে। ইন্দোনেশিয়ায় জিম করতে গিয়ে দুর্ভাগ্যজনক পরিস্থিতিতে মৃত্যু হয়েছে তাঁর। জিমে পৌঁছোনোর ৩০ মিনিট পরে এই ঘটনাটি ঘটেছিল। পুলিশ এখন বিষয়টি নিয়ে তদন্ত করছে।
মেয়েটি তাঁর ছোট ভাই এবং প্রেমিকের সাথে জিম করতে এসেছিলেন। ভাই এবং প্রেমিক দ্বিতীয় তলায় জিম করছিলেন, কিন্তু মেয়েটি ট্রেডমিল ব্যবহার করবেন বলে, তৃতীয় তলায় চলে এসেছিলেন। এরপর জিমে যথারীতি ব্যায়াম করছিলেন মেয়েটি। ট্রেডমিলে হাঁটছিলেন, তারপর ঘাম মোছার জন্য একটা মেশিন থেকে নেমে পড়েছিলেন তিনি। তখন কোনও ভাবে তাঁর ভারসাম্য হারিয়ে গিয়েছিল। পিছনেই ছিল খোলা জানালা। সেখান থেকেই নীচে পড়ে গিয়েছিলেন। জিমটি ছিল বিল্ডিংয়ের তৃতীয় তলায়, যেখান থেকে পড়ে মহিলাটি মারা গিয়েছেন। সেই মর্মান্তিক ঘটনার একটি ভিডিয়োও সামনে এসেছে।
নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে , ঘটনাটি ঘটেছে ইন্দোনেশিয়ার পশ্চিম কালিমান্তানের পন্টিয়ানাক এলাকার একটি জিমে। মেয়েটি যে ট্রেডমিলে হাঁটছিলেন, তার পিছনে কোনও কংক্রিটের দেয়াল ছিল না, কিন্তু জানালা ছিল। ভারসাম্য হারিয়ে তিনি জানালার দিকে এগিয়ে গিয়ে পড়ে গিয়েছিলেন। ঘটনার পরপরই মেয়েটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু শেষ রক্ষা হয়নি। আচমকা আঘাতে, ইতিমধ্যেই প্রাণ হারিয়েছিলেন তিনি, চিকিৎসকরা এর পর জানিয়েছিলেন, পড়ে গিয়ে মাথায় গুরুতর জখম পেয়েছিলেন মেয়েটি। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ট্রেডমিল এবং জানালার মধ্যে দূরত্ব ছিল মাত্র দুই ফুট, তাই এই ঘটনা ঘটেছিল।
জিমের মালিককে জিজ্ঞাসাবাদ করতে, তিনি বলেছিলেন যে ট্রেডমিলের পিছনের ভিউ তিনি আটকাতে চাননি। তাই জানালা ছিল। সেখানে ব্যক্তিগত ট্রেনাররা সবসময় থাকতেন, তাঁদের উপরই খোলা জানালা বন্ধ করার দায়িত্ব দেওয়া হয়েছিল। জিমটি জানালা না খোলার জন্য সতর্কীকরণ স্টিকার লাগিয়েছিল, কিন্তু পরবর্তীতে স্টিকারটি নষ্ট হয়ে গিয়েছিল বলে জানা গিয়েছে।
মর্মান্তিক ভিডিয়োটি শেয়ার হওয়ার পর থেকে নেটিজেনদের মনে আতঙ্কের সৃষ্টি হয়েছে। একজন ব্যবহারকারী বলেছেন, জিমে এই ধরনের অদ্ভুত প্লেসমেন্টের সিদ্ধান্ত নেওয়াই উচিত হয়নি। আমি প্রায়শই, একাধিক জিমে জানালার পাশে ট্রেডমিল বা কার্ডিও মেশিন দেখি, জিমের মালিকরা সাধারণত বাইরের দিকে মুখ করে ট্রেডমিল রাখেন, যাতে জিম করতে করতে সবাই বাইরের প্রকৃতি দেখতে পারেন। কিন্তু এক্ষেত্রে জানালা খোলা না রেখে, বন্ধ রাখা থাকলেও, বড় প্লেটের গ্লাসের সামনে ট্রেডমিলে রাখা কখনওই, নিরাপদ হতে পারে বলে মনে হয় না। যদিও এ ঘটনায় ক্ষমা চেয়েছেন জিমের মালিক। ঘটনার পর থেকে, জিম তিনদিন বন্ধ ছিল।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports