বাংলা নিউজ > টুকিটাকি > Viral Video: এক মুঠো সিমেন্টও লাগেনি, শুধু পাথর জুড়ে তৈরি গোটা বাড়ি! কত বছর টিঁকবে শুনলে চমকে উঠবেন
পরবর্তী খবর
Viral News: বিশাল প্রাসাদোপম বাড়ি। কিন্তু পুরোটাই নাকি পাথর দিয়ে তৈরি। এক কেজি সিমেন্টও লাগেনি ওই বাড়ি বানাতে। সম্প্রতি বেঙ্গালুরুর এমনই এক বাড়ি চমকে দিল নেটিজেনদের। ইনস্টাগ্রামের একটি প্রোফাইল থেকে ওই বাড়ির ভিডিয়ো ট্যুর শেয়ার করা হয়েছে। সেখানেই বাড়ির মালিক জানিয়েছেন, গোটা বাড়ি তৈরির জন্য কোন পদ্ধতি অনুসরণ করেছেন।
সিমেন্টের বদলে পাথর দিয়ে বাড়ি
কিন্তু পাথর দিয়ে বাড়ি বানানো সিমেন্টের তুলনায় যথেষ্ট কঠিন। এত পরিশ্রম কেন করেছেন, তাও জিজ্ঞেস করেন ওই কন্টেন্ট ক্রিয়েটর। মালিকের উত্তর চমকে দিয়েছে সকলকে। তাঁর কথায়, সাসটেইনেবিলিটি অর্থাৎ পরিবেশবান্ধব পদ্ধতিতে বাড়ি তৈরি করতে চেয়েছিলাম। এটাই ছিল একমাত্র ইচ্ছে।আরও পড়ুন - Pangolin New Species: নয়া প্রজাতির বনরুই ধরা দিল বিজ্ঞানীদের গবেষণায়! উঠছে সংরক্ষণের দাবি
একটুও দূষণ ছাড়া
পৃথিবী জুড়ে এখন উষ্ণায়নের আঁচ। চতুর্দিকের তাপমাত্রা বাড়ছে দিন দিন। এই অবস্থায় বিভিন্ন দেশে শুরু হয়েছে সাসটেনেবিলিটি প্র্যাকটিস অর্থাৎ কার্বন ডাই অক্সাইড গ্যাসের মতো দূষক গ্যাস কম ছড়িয়ে, সৌরশক্তি, জলশক্তি বেশি করে ব্যবহার। পরিবেশবান্ধব শক্তি ব্যবহার করে রোজকার বেশিরভাগ কাজ সারতে পরামর্শ দিচ্ছেন বিজ্ঞানীরা। এমতাবস্থায় বেঙ্গালুরুর এই ব্যক্তির বাড়ি রীতিমতো তাক লাগিয়ে দিল সকলকে। একটুও দূষণ ছাড়াই বাড়িটি তৈরি করেছেন ওই ব্যক্তি। তাঁর কথায়, সাসটেনেবিলিটির পাশাপাশি নেট জিরো এমিশন অর্থাৎ পরিবেশে এক বিন্দুও দূষক না ছড়ানোই ছিল লক্ষ্য।আরও পড়ুন - Kokborok Facts: ককবরক ভাষা নিয়ে নয়া দাবিতে উত্তাল ত্রিপুরা, বাংলা হরফে কেন এই ভাষা লেখা হয় জানেন