ধূমপানের কুফল সম্পর্কে সকলেরই জানা। এতে ফুসফুসের কতটা ক্ষতি হয়, এতে ক্যানসার হওয়ার আশঙ্কা কতটা বাড়ে, এর ফলে রক্তচাপ কীভাবে বাড়ে, হার্ট অ্যাটাকের আশঙ্কাই বা বাড়ে কি না— এসব কথাই সকলে জানেন। তবু কেউ কেউ ধূমপানের অভ্যাস ছাড়তে পারেন না। আবার কেউ কেউ এসব ক্ষতির কথা জেনেও এই অভ্যাস ছাড়েন না। এটি একেবারেই ব্যক্তিগত বিষয়। কিন্তু হালে একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যা দেখলে ধূমপানের প্রভাব সম্পর্কে ধারণা করতে পারেন যে কেউ।
(আরও পড়ুন: পিঠের ব্যথায় ভুগছেন? এই খাবারগুলি নিয়মিত খেলে সমস্যা অনেকটাই কমবে)
কাউকে ভয় দেখানোর জন্য নয়, বা ধূমপানের অভ্যাস ত্যাগ করানোর জন্য নয়— সম্প্রতি চিকিৎসকরা নিজেদের প্রয়োজনেই এক ব্যক্তির ফুসফুসের ভিডিয়ো রেকর্ড করেছেন। জানা গিয়েছে, এই ব্যক্তির বয়স ৫২ বছর এবং তিনি গত ৩০ বছর ধরে ধূমপান করে আসছিলেন। নেহাৎ কম পরিমাণেও নয়। রোজ প্রায় এক প্যাকেট সিগারেট খেয়ে ফেলতেন তিনি। এর ফলে কেমন হাল হয়েছে তার ফুসফুসের? দেখে নিন সেই বীভৎস ভিডিয়ো।
তবে এখানেই শেষ নয়। এই ধরনের আরও বহু ভিডিয়োয় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এই ভিডিয়োটি আলাদা করে ভাইরাল হয়েছে, তার কারণ যে ফুসফুসটি এখানে দেখানো হয়েছে, সেটির হাল মাত্রাতিরিক্ত পরিমাণে খারাপ। আর সেই কারণেই এই ভিডিয়ো দেখে শিউড়ে উঠেছেন অনেকেই।
(আরও পড়ুন: ট্রেডমিল থেকে নামতে গিয়ে হারিয়েছিল ব্যালেন্স, জিমের জানালা থেকে পড়ে মৃত্যু যুবতীর, ভাইরাল মর্মান্তিক ভিডিয়ো)