
Baji
৳7,777 IPL 2025 Sports Bonus
বৈদিক জ্যোতিষশাস্ত্র বলছে, ২৪ জুন, ২০২৫ সালে তিনটি রাজযোগের নির্মাণ হবে। তারফলে ১২ রাশির জাতক জাতিকার লাভ আসবে। এদিন, মিথুন রাশিতে গুরু আর চন্দ্র তৈরি করবেন গজকেশরী যোগ। তারফলে বহু রাশির জাতক জাতিকারা লাভ পাবেন। ২৪ যুন মিথুন রাশিতে গুরু আর চন্দ্রের যুতিতে, তৈরি হবে গজকেশরী যোগ। আর যেহেতু চন্দ্র একটি রাশিতেই খুব কম সময় পর্যন্ত থাকেন, তারফলে এই যোগের স্থিতিকালও খুব কম। ২৭ জুন পর্যন্তই এই যোগ থাকবে। আজ থেকে শুরু হওয়া এই যোগের ফলে একাধিক রাশি লাভের মুখ দেখবে।
বৃষ
গজকেশরী যোগ বৃষ রাশির জন্য শুভ। মা লক্ষ্মীর কৃপা এই রাশির ওপর থাকবে। এই সময় যাঁরা ব্যবসা করতে চাইবেন, তাঁরা পাবেন ব্যবসায়িক লাভ। ব্যবসা বা কোনও কাজ শুরু করার জন্য এই সময়কাল খুবই উপকারী। লক্ষ্য প্রাপ্তি হবে। আত্মবিশ্বাস বাড়বে।
মিথুন
গজকেশরী যোগ মিথুন রাশির জন্য খুবই লাভদায়ী। পরিবারের সমর্থন এই সময় মিলবে। সমাজে এই সময় মান সম্মান বাড়বে। কোনও সিদ্ধান্ত নিতে এই সময় সমর্থ হবেন। আপনার ব্যক্তিত্বে আলাদা উজ্জ্বলা আসবে। পারিবারিক জীবন সুখ শান্তিতে ভরে যাবে। সম্পর্কগুলো আগের থেকে ভালো হবে। কোনও গাড়ি বা সম্পত্তি কেনার থাকলে, তা কিনতে পারেন। মা, বাবা, শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্ক ভালোর দিকে যাবে।
( যুদ্ধের মাঝে ইজরায়েল থেকে জর্ডান..রুদ্ধশ্বাস উদ্ধার পর্ব! দেশে ফিরলেন ১৬১ ভারতীয়)
( যুদ্ধের মাঝে ইজরায়েল থেকে জর্ডান..রুদ্ধশ্বাস উদ্ধার পর্ব! দেশে ফিরলেন ১৬১ ভারতীয়)
তুলা
যদি বিদেশযাত্রার ইচ্ছা থাকে, তাহলে তা পূরণ হবে। কোথাও বিদেশে যেতে পারার যোগ রয়েছে। মানসিক অশান্তি থেকে মুক্তি পাবেন। হু হু করে পেতে পারেন সাফল্য।
সিংহ
এই গজকেশরী যোগ সিংহ রাশির জাতক জাতিকাদের বিশেষ লাভ দিতে চলেছে। আপনার আয় এই সময় হু হু করে বাড়বে। চাকরিরতদের ক্ষেত্রেও রয়েছে লাভ। নতুন কোনও প্রজেক্ট আপনার হাতে আসতে পারে। আর্থিক পরিস্থিতি জোরদার হবে। বিনিয়োগ থেকে টাকা পাবেন। চাকরিতে প্রমোশন বা নতুন প্রজেক্ট পেতে পারেন। ব্যবসা করে থাকলে, নতুন চুক্তি পেতে পারেন। তা থেকে মুনাফাও ঘরে তুলতে পারেন।
(এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।)
৳7,777 IPL 2025 Sports Bonus