প্রচণ্ড গরমে শান্তি দেবে ঘন গভীর প্রকৃতি, ট্রাভেল লিস্টে থাক এই ৫ ন্যাশনাল পার্ক Updated: 12 May 2025, 07:00 AM IST Sanket Dhar চড়া পারদে রীতিমতো নাজেহাল দশা। এই সময়টা কোলাহলের শহর থেকে একটু দূরে শান্ত বনজঙ্গলের মধ্যে সময় কাটানোর সেরা সময়। কিন্তু কোথায় যাবেন, সেটাই ভেবে পাচ্ছেন না? তাহলে ঘুরে আসতে পারেন পাঁচটি ন্যাশনাল পার্ক থেকে।