
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
রেস্তোরাঁয় পরিবারের সঙ্গে খেতে গিয়েছিলেন তিনি। গল্প গুজবে মেতে উঠেছিলেন বৃদ্ধ। কিন্তু খাওয়ার সময় আচমকা, হাঁচি দিতে গিয়ে যে এমন পরিণতি হবে তা হয়তো স্বপ্নেও ভাবতে পারেননি তিনি। আচমকা হাঁচি এবং কাশি দিতে গিয়ে ওই বৃদ্ধের পেট থেকে বেরিয়ে এসেছিল অন্ত্র, সম্প্রতি ফ্লোরিডার এমন একটি ঘটনায় হতবাক হয়ে গেছেন সকলে।
বৃদ্ধ বয়সে মানুষের কত কি শারীরিক সমস্যা হয়। তেমনি রেস্টুরেন্টে খেতে গিয়ে আচমকা হাঁচি কাশি শুরু হয় ৬৩ বছর বয়সী এক বৃদ্ধর। জল খেয়েও উপকার হচ্ছিল না। ক্রমাগত হাঁচি কাশিতে আচমকাই শরীরে শুরু হয় প্রবল ব্যথা। পরে দেখা যায়, একটানা হাঁচি কাশিতে অন্ত্রের একাংশ দেহের বাইরে বেরিয়ে এসেছে।
(আরো পড়ুন: সকাল সকাল দিল খুশ করে নিন, পড়ুন দিনের সেরা ৫ জোকস, আর হাসুন মন ভরে)
রেস্টুরেন্টে পরিবারের সদস্যদের সঙ্গে খেতে গিয়ে হাঁচি কাশি হতে ওই ব্যক্তি পায়ুর কাছে ভেজা ভাব অনুভব করেন। সঙ্গে শুরু হয় অসহ্য যন্ত্রণা। শৌচালয়ে তিনি গিয়ে দেখেন, অন্ত্রের কয়েক ইঞ্চি অংশ পেটের বাইরে বেরিয়ে এসেছে, ঝুলছে মলদ্বার দিয়ে। এই ঘটনাটি জানার পরেই জরুরী কক্ষে নিয়ে যাওয়া হয় ওই বৃদ্ধকে।
ফ্লোরিডার ওই বৃদ্ধকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় চিকিৎসকদের কাছে। দেরি না করে অস্ত্রপ্রচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। শুরু হয় অস্ত্রপ্রচার। অস্ত্রপ্রচার করে দেহের বাইরে বেরিয়ে আসা অন্ত্রের ঐ অংশটি পুনরায় শরীরের ভেতর প্রবেশ করিয়ে দেওয়া হয়।
এই প্রসঙ্গে চিকিৎসকরা জানিয়েছেন, অস্ত্রপ্রচার করার পর ওই বৃদ্ধ আপাতত সুস্থ রয়েছেন। আসলে ক্রমাগত হাঁচি কাশির ফলে ওই ব্যক্তির শরীর থেকে অন্ত্রের কয়েক ইঞ্চি বেরিয়ে গিয়েছিল। কিন্তু কীভাবে ঘটল এমন ঘটনা? বিশেষজ্ঞরা জানিয়েছেন, পেটের মধ্যে যদি কোনও ক্ষত ঠিকভাবে না সারে, তাহলে ভবিষ্যতে বিশেষ পরিস্থিতিতে এমন ঘটনা ঘটতে পারে। যদিও এই ঘটনাকে বিরল বলেই দাবি করেছেন গবেষকরা।
(আরো পড়ুন: নিজের রক্ত খাওয়ান মশাদের! জীববিজ্ঞানীর ভয়ঙ্কর কাণ্ড দেখে আতঁকে উঠবেন, ভিডিয়ো ভাইরাল)
গবেষকরা জানিয়েছেন, যদি ১০০ জনের মধ্যে ৩ জনের ক্ষেত্রে এমন ঘটনা ঘটতে পারে যাদের পেট এবং পিলভিক সার্জারি হয়েছে। দেহের বাইরে অন্ত্রের একাংশ এইভাবে বেরিয়ে এলে সেই ব্যক্তির মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। এই ঘটনায় অতিরিক্ত রক্তক্ষরণ হয়নি এবং অন্ত্রের তেমন কোনও ক্ষতি হয়নি বলে বৃদ্ধকে সুস্থ করা গেছে কিন্তু যদি অতিরিক্ত রক্তক্ষরণ, দীর্ঘ সময় পর্যন্ত ব্যথা, যে অংশটি শরীর থেকে বেরিয়ে এসেছে সেটি যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায় তাহলে ব্যক্তির মৃত্যু পর্যন্ত হতে পারে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports