নতুন বছরের গোড়াতেই ব্যাংক পরিষেবা নিয়ে সমস্যায় পড়তে পারেন অনেকে। তার কারণ লম্বা ছুটি। পর পর বেশ কয়েক দিনই ছুটি থাকছে ব্যাংকে। জানুয়ারি মাসেই সব মিলিয়ে ১৬ দিন বন্ধ থাকবে ব্যাংক। রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই)-এর তরফে ব্যাংকের ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে। সেই তালিকা থেকেই পরিষ্কার, ব্যাংকের কাজ সামলানোর জন্য আগে থেকে ক্যালেন্ডার দেখে পরিকল্পনা করে রাখতে হবে গ্রাহকদের।কীভাবে সাজানো হয়েছে ছুটিগুলো? আরবিআই যে তালিকা প্রকাশ করেছে, তাতে দেখা যাচ্ছে, জাতীয় ছুটির দিন এবং রাজ্যের ছুটির দিনগুলোতে ব্যাংক বন্ধ থাকছে। তার বাইরে ২, ৯, ১৬, ২৩ আর ৩০ তারিখ রবিবার। এই পাঁচ দিন ছাড়াও দ্বিতীয় এবং চতুর্থ শনিবার বন্ধ থাকবে ব্যাংক। এর পরে রয়েছে রাজ্যভিত্তিক ছুটির দিন।কোন কোন দিন ব্যাংক বন্ধ (Holiday list of Banks):১ জানুয়ারি: নতুন বছরের প্রথম দিন (সারা দেশে ছুটি)৪ জানুয়ারি: লোসুং (সিকিম)৮ জানুয়ারি: দ্বিতীয় শনিবার১১ জানুয়ারি: মিশনারি ডে (মিজোরাম)১২ জানুয়ারি: স্বামী বিবেকানন্দের জন্মদিন১৪ জানুয়ারি: মকর সংক্রান্তি, পোঙ্গল-সহ অন্য অনুষ্ঠান১৫ জানুয়ারি: মাঘে সংক্রান্তি, পোঙ্গল-সহ অন্য অনুষ্ঠান (পুদুচেরি, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু)১৮ জানুয়ারি: থাই পুসাম (চেন্নাই)২২ জানুয়ারি: চতুর্থ শনিবার২৬ জানুয়ারি: প্রজাতন্ত্র দিবস (সারা দেশে ছুটি)৩১ জানুয়ারি: মি-ড্যাম-মে-ফি (অসম)মোটের ওপর এটাই জানুয়ারি মাসে ব্যাংকের ছুটির তালিকা। এই তালিকা মিলিয়েই দেখে নিনি আপনার রাজ্যে কবে বন্ধ থাকছে ব্যাংক। সেই অনুযায়ী সাজিয়ে নিন আপনার কাজ।