Mahavir Jayanti 2025 Wishes: মহাবীর জয়ন্তী উপলক্ষে পরিচিতদের জানান এই যুগপুরুষের মহান আদর্শ ও বাণীর সারমর্ম। পাঠান এই শুভেচ্ছাবার্তা।
Ad
অহিংসা পরম ধর্ম!
Mahavir Jayanti 2025: বর্তমান ভারতের বৈশালিতে জন্মগ্রহণ করেন জৈনধর্মের শ্রেষ্ঠ মহাপুরুষ মহাবীর। জৈনধর্মের চতুর্বিংশতিতম তীর্থঙ্করের আবির্ভাব হয় পার্শ্বনাথের পরেই। খ্রিস্টপূর্ব ষষ্ঠ বা পঞ্চম শতাব্দীতে একটি আদি-জৈন সম্প্রদায়কে পুনরুজ্জীবিত এবং সংস্কার করেছিলেন মহাবীর। আজও বহু বছর পেরিয়ে তাঁর আদর্শ দেদীপ্যমান। মহাবীর মাত্র ৩০ বছর বয়সে সমস্ত পার্থিব সম্পত্তি ত্যাগ করেন। আধ্যাত্মিক জাগরণের জন্য গৃহত্যাগ করেন তরুণ মহাবীর, হয়ে ওঠেন তপস্বী। সাড়ে বারো বছর ধরে তীব্র ধ্যান এবং কঠোর তপস্যা অনুশীলনের পর তিনি পরম জ্ঞান (সর্বজ্ঞতা) অর্জন করেন।