
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
ক্যাম্পেনের নাম ‘সাকে ভিভা’! এর উদ্দেশ্য হল তরুণ-তরুণীদের মদ্যপানের বিষয়ে উৎসাহী করা। আর তার কারণটিও খুব অদ্ভুত। দেখা গিয়েছে, এই দেশের অল্পবয়সিদের থেকে তাঁদের বাবা-মায়েরা বেশি মদ্যপান করেন। তাই সরকার এবার তরুণ-তরণীদের বেশি করে মদ খেতে বলছে। কিন্তু কেন জানেন?
এই দেশটির নাম জাপান। সম্প্রতি দেশের তরুণ-তরুণীদের আরও বেশি করে মদ্যপানে উৎসাহ দিতে দেশব্যাপী একটি প্রতিযোগিতা শুরু করেছে জাপানের সরকার। একাধিক প্রতিবেদন অনুসারে, জাপান সম্প্রতি বিগত ৩১ বছরের মধ্যে অ্যালকোহল থেকে সবচেয়ে কম ট্যাক্স আদায় করেছে। কারণ দেশের নতুন প্রজন্ম মদ্যপান একেবারে ছেড়েই দিয়েছে। তাই এই সাকে ভিভা’।
দেশের ন্যাশনাল ট্যাক্স এজেন্সি (এনটিএ) দ্বারা পরিচালিত প্রচারাভিযানটি ২০ থেকে ৩৯ বছর বয়সি নাগরিকদের কাছে প্রস্তাব রাখছে অ্যালকোহলযুক্ত পানীয়কে আবার জনপ্রিয় করার বিষয়ে সাহায্য করতে। এটি ৯ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।
কেন জাপানের অ্যালকোহল ট্যাক্স থেকে আয় হ্রাস পাচ্ছে?
আধিকারিকদের সূত্রে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ১৯৯৫ সালে জাপানে একজন ব্যক্তি বছরে গড়ে অ্যালকোহল সেবন করতেন ১০০ লিটার। ২০২০ সালে তা নেমে এসেছে ৭৫ লিটারে।
জাপানিজ টাইমসের মতে, ১৯৮০ সালে জাপানের রোজগারের ৫ শতাংশই ছিল অ্যালকোহলের উপর পাওয়া কর থেকে। ২০১১ সালে এটি ৩ শতাংশে নেমে আসে এবং ২০২০ সালে আরও কমে ১.৭ শতাংশে চলে আসে। , আগের বছরের তুলনায় ২০২০ অর্থ বর্ষে অ্যালকোহলের উপর ট্যাক্স থেকে মোট রাজস্ব আদায় ১১০ বিলিয়ন ইয়েন কমেছে।
এর কারণ হল জাপানের তরুণ প্রজন্ম তাদের বাবা-মায়ের তুলনায় কম অ্যালকোহল পান করে। করোনাকালে আবার এমনিতেই এই জাতীয় পাণীয়ের প্রতি আগ্রহ আরও কমে গিয়েছে। ফলে সব মিলিয়ে ধুঁকছে দেশের অর্থনৈতিক অবস্থা।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports