How to Remove Fungus from Cloth: জামায় ছাতা পড়ে গেলে ফাঙ্গাসের দাগ তোলার সহজ উপায় কী কী? জেনে নিন ঘরোয়া টিপস
Updated: 20 Mar 2023, 01:51 PM ISTপর পর দিনের জামা না কেচে একই জায়গায় জড়ো হতে থাকলে বর্ষার দিনে সেই কাপড় থেকে একটা অদ্ভুত গন্ধ বের হয়। এদিকে কাপড়েও পড়তে থাকে দাগ। বলা হচ্ছে, যে জায়গায় এই জামাকাপড় রাখছেন, সেখানে নিম কাঠি, নিম গাছের ছাল বা নিম পাতা রেখে দিলে পাবেন উপকার। তাতে ছাতা পড়ার সম্ভাবনা কমবে।
দাগ তুলতে লেবু ও নুন- জামায় পড়া ছাতার দাগ তুলতে হলে, লেবু কেটে সামান্য নুন দিয়ে দিন। আর সেই লেবু সমেত নুন দাগের জায়গায় ঘষে নিন। পরে তা সূর্যের আলোয় রেখে, ধুয়ে ফেলুন। এতে কেটে যাবে ছাতার কালো দাগ।
পরবর্তী ফটো গ্যালারি