
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
মা বাবারা যতই সাবধানতা অবলম্বন করুক না কেন শিশুদের একের পর এক সমস্যা যেন লেগেই থাকে। শিশুরা প্রায়শই পেটের ব্যথায় ভুগতে থাকে। অনেক সময়ই প্রথমে বোঝা যায় না কী হয়েছে। তবে এই পেট ব্যথার নেপথ্যে একাধিক কারণ থাকতে পারে বলেই জানা গিয়েছে।
সন্তানকে ভালো রাখার জন্য মা বাবারা একাধিক সাবধানতা অবলম্বন করে থাকেন। বিশেষ নজর দেন তাদের স্বাস্থ্যের উপর। সে কখন খাচ্ছে, কখন ঘুমোচ্ছে, বাইরে নোংরা ঘাটল কিনা, সব দিকেই তাদের বিশেষ নজর থাকে।
বিশেষ করে যখন ঋতু পরিবর্তন হয় তখন বাবা মায়েরা যতই বিশেষ সাবধানতা অবলম্বন করুক না কেন খুঁটিনাটি রোগ লেগেই থাকে ঘরে। আর বিশেষ খেয়াল না রাখলেই হওয়ার, সর্দি, কাশির ঝামেলা এসে হাজির হয়ে যায়। কিন্তু সব থেকে বেশি শিশুরা ভোগে পেটের সমস্যায়। কিন্তু কী কারণে পেটের ব্যথা হয় জানেন? দেখে নিন।
• অপরিষ্কার, নোংরা হাতে খাবার খেলে পেটের সমস্যা এবং পেট ব্যথা হতে পারে। অনেক শিশুই খাবার আগে ভালো করে হাত ধোয় না, এর ফলে হাতের মধ্যে লেগে থাকা ময়লা পেট চলে যায়। তার কারণেই পেটে ব্যথা হয়।
• অ্যালার্জি আরও একটা কারণ হতে পারে পেট ব্যথার। সবার সব খাবার সহ্য হবে এমনটা নয়। তাই আগে থেকে জেনে নিন আপনার সন্তানের কোনও খাবারে অ্যালার্জি আছে কিনা।
• কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে কিনা জেনে নিন। চিকিৎসক দেখিয়ে ভালো করে চেক আপ করিয়ে দেখে নিন যে এমন কোনও সমস্যা আছে কিনা। যদি কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকে তাহলে পেট ব্যথা হতে পারে।
• অতিরিক্ত খেয়ে ফেললেও অনেক সময় পেট ব্যথা করে। তাই খেয়াল রাখুন সন্তানের যতই প্রিয় খাবার হোক কিছু সেটা যেন সে বেশি না খায়।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports