Hair Care after wearing Sindoor: সিঁদুর পরার পর চুলের যত্ন এভাবে নিচ্ছেন তো! রইল কিছু টিপস Updated: 02 Aug 2023, 04:41 PM IST Sritama Mitra বলা হচ্ছে, সিঁদুর নিত্যদিন পরলে, চুলের যত্নের প্রথম ধাপই হল, চুল কীভাবে বাঁধছেন, সেই বিষয়টি। সিঁদুর পরলে নিত্যদিন চুল টানটান করে বাঁধবেন না। কোনও মতেই চুল খুব টেনে বাঁধলে চুল ওঠার সমস্যা আরও জাঁকিয়ে বসতে পারে বলে মত অনেকের।