'দ্য আর্চিস' নিয়ে পর্দায় আসছেন পরিচালক জোয়া আখতার। তবে এর আগে ‘জিন্দেগি না মিলেগি দোবারা’ ছিল জোয়া পরিচালিত অন্যতম সফল ছবি। যেটি মুক্তি পেয়েছিল ২০১১তে। সিনেমাপ্রেমীদের আশা, শীঘ্রই এই ছবির সিক্যুয়াল আনবেন জোয়া আখতার। ‘জিন্দেগি না মিলেগি দোবারা’র ছবির আইকনিক সমাপ্তি দৃশ্য ছিল হৃতিক রোশন, অভয় দেওল এবং ফারহান আখতার ষাড়ের তাড়া খেয়ে দৌড়াচ্ছেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ‘জিন্দেগি না মিলেগি দোবারা’ ছবির শেষ দৃশ্য নিয়েই কথা বলেছেন জোয়া আখতার। জোয়া বলেন, 'ছবিটি যখন শেষ হয়েছিল তখন সকলে দৌড়াচ্ছে এবং কবিতাটি বলছে 'তোহ জিন্দা হো তুম'! তো এটা দেখে রিতেশ (সিধওয়ানি) আমায় বলে, 'তোমাকে ছবিটা সুন্দর করে শেষ করতে হবে!' আমার উত্তর ছিল, ‘এখানেই তো শেষ’। এরপর যখন ছবির ফোকাস স্ক্রিনিং ছিল সেখানে হল, লোকজন আমাদের জিগ্গেস করেছিল যে 'ওরা কি মারা গেছেন? কী হল?' ওদের কথা শুনে আমার মনে প্রশ্ন জাগে, 'এটা কি রসিকতা হচ্ছে নাকি!'
আরও পড়ুন-শহরে বাদামী হায়নার হানা, বাঁচাতে কী করবেন দীপক চ্যাটার্জি ওরফে আবির?
আরও পড়ুন-'আপনার মনে হয় কোষ্ঠকাঠিন্যের সমস্যা রয়েছে, আমি ওষুধ পাঠিয়ে দেব', কার উপর চটলেন শাহরুখ
আরও পড়ুন-অসুস্থ জয়া বচ্চনের মা ইন্দিরা ভাদুড়ি, তড়িঘড়ি ভর্তি করা হল হাসপাতালে