জলদিই জি বাংলায় শুরু হচ্ছে সারেগামাপা লেজেন্ডস ও রন্ধনে বন্ধন। জানুন কবে ও কখন হবে এই দুটির সম্প্রচার।
Ad
জি বাংলায় শুরু হচ্ছে সারেগামাপা লেজেন্ডস ও রন্ধনে বন্ধন।
বছরখানেক ধরেই রিয়েলিটি শো-র দুনিয়ায় স্টার জলসার টিকি মিলছে না। টিআরপি তালিকাতে পিছিয়ে পড়তে পড়তে এখন তো বন্ধই করে দেওয়া হয়েছে। শনি আর রবিবারেও ফিকশনগুলিই সম্প্রচার করা হচ্ছে। তবে জি বাংলা বাজার ছাড়তে রাজি নয়। চলতি মাস থেকেই শুরু হচ্ছে দুটো রিয়েলিটি শো।
সারেগামাপা লেজেন্ডস:
নিশ্চয়ই ধরে ফেলেছেন, প্রথমটি গানের রয়েলিটি শো সারেগামাপা লেজেন্ডস। এবারে সঞ্চালকের আসনে রয়েছেন অনির্বাণ ভট্টাচার্য। বার এই শোয়ের ২১ তম সিজন আসছে। ইতিমধ্যেই হয়ে গিয়েছে অডিশন। শুধু ছিল দাদাগিরি শেষ হওয়ার অপেক্ষা। চলতি সপ্তাহেই গ্র্যান্ড প্রিমিয়ার। ১১ তারিখ থেকে শুরু হবে সম্প্রচার।
প্রোমো থেকেই স্পষ্ট, এবারে স্বর্ণযুগের সমস্ত গান শোনা যাবে। একই সঙ্গে সেই সময়কার জনপ্রিয় সঙ্গীতশিল্পীদের শ্রদ্ধা জানানো হবে গানে গানে। নানা বয়সের প্রতিযোগিরা থাকবেন। ৪ বছরের উর্দ্ধে সকলেই ভাগ নিতে পারবেন এবারে।
অন্য শো-টি হল রন্ধনে বন্ধন.. ভালোবাসার রান্না। জি বাংলার রান্নাঘর ছিল ভীষণ জনপ্রিয়। ১১ বছরেরও বেশি সময় ধরে চলেছিল সেটি। তারপর তা বন্ধ করে আনা হয়েছিল ঘরে ঘরে জি বাংলা। তবে সেভবে টিআরপি তুলতে পারেনি সেটি। তাই খুব সম্ভবত এটিকেই বন্ধ করা হচ্ছে। আপাতত সেই স্লটেই ঘোষণা করা হল রন্ধনে বন্ধন-এর।
এই কুকিং শো সঞ্চালনার দায়িত্বে থাকবেন গৌরব-ঋদ্ধিমা। ছোটপর্দার বোম্যকেশ-সত্যবতী এবার নতুন ভূমিকায়। গত বছরই তাঁরা জন্ম দেন ছেলে ধীরের। এই জুটির জনপ্রিয়তা মারাত্মক সোশ্যাল মিডিয়ায়। তাই টিআরপি তোলার ভার দেওয়া হল সব্যসাচীর ছেলে আর বউমাকে। এখন দেখার কতটা পায়ের তলার মাটি শক্ত করতে পারে এটি।
২০ মে থেকে দেখা যাবে রন্ধনে বন্ধন.. ভালোবাসার রান্না। সোম থেকে শনি বিকেল সাড়ে ৪টেয় সম্প্রচার। খুব সম্ভবত কাপল শো হতে চলেছে এটি। যেখানে কর্তা-গিন্নি দুজনে একসঙ্গে খুন্তি ধরবেন। সকলকে দেখাবেন নিজেদের কুকিং স্কিল। আর তাঁদের উৎসাহ দেবেন গৌরব-ঋদ্ধিমা।