১৭ মার্চ সোমবার কলকাতায় আয়োজিত হয়েছিল ফিল্মফেয়ার গ্ল্যামার অ্যান্ড স্টাইল অ্যাওয়ার্ডস পশ্চিমবঙ্গ-২০২৫। বাইপাসের ধারে একটা পাঁচতারা হোটেলে আয়োজিত হয়েছিল এই অনুষ্ঠান। রাজ চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, যশ দাশগুপ্ত, নুসরত জাহান মিমি চক্রবর্তী থেকে ওপার বাংলা জয়া আহসান। বহু উজ্জ্বল তারকাই উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে।
আরও পড়ুন-হাসপাতাল থেকে ফিরেই পুরীর জগন্নাথ মন্দিরে ভাগ্যশ্রী
আরও পড়ুন-ওসামা বিন লাদেনের ১ম পছন্দ ছিলেন তিনি, শুনেই অলকা ইয়াগনিক বললেন, ‘উনি যেমনই হোন না কেন…!’
আরও পড়ুন-দেবমাল্যকে বিয়ে নিয়ে পরিকল্পনা জানালেন মধুমিতা, কী বলছেন প্রাক্তন স্বামী সৌরভ?
আরও পড়ুন-অগস্টেই আসছে ১ম সন্তান, তবু এবার ৫ সদস্যের পরিবার হওয়ার কথা কেন বললেন দীপঙ্কর-অহনা?
কে কে কোন বিষয়ে সম্মানিত হলেন, চলুন এক নজরে দেখে নেওয়া যাক সেই তালিকা…
ফ্যাশনের উদীয়মান মুখ (মহিলা)- অঙ্গনা রায়
ফ্যাশনের উদীয়মান মুখ (পুরুষ)- শন বন্দ্যোপাধ্যায়
বর্ষসেরা হটস্টেপার (পুরুষ)- অর্জুন চক্রবর্তী
বর্ষসেরা হটস্টেপার (মহিলা)- রুক্মিণী মৈত্র
ওম্যান অফ স্টাইল অ্যান্ড সাবস্ট্যানস- স্বস্তিকা মুখোপাধ্যায়
ম্যান অফ স্টাইল অ্যান্ড সাবস্ট্যানস- আবির চট্টোপাধ্যায়
ফিট অ্যান্ড ফ্যাবুলাস (মহিলা)- পাওলি দাম