অনেক টালবাহানার পর নাতাশা স্ট্যানকোভিচ ও হার্দিক পান্ডিয়া তাদের বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় এই দম্পতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি যৌথ বিবৃতি প্রকাশ করে জানান, তারা 'পারস্পরিক বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন'।
নাতাশা ছেলে অগস্ত্যকে নিয়ে মুম্বই ছাড়ার কয়েক ঘণ্টা পরেই এই বিবৃতি আসা। টি২০ বিশ্বকাপ শুরুর আগেই রেডিটে এই দুই তারকা দম্পতির বিচ্ছেদের খবর মিলেছিল। তখন শোনা গিয়েছিল, ডিভোর্সের খোরপোশ হিসেবে নিজের ৭০ শতাংশ সম্পত্তি নাতাশাকে দিয়ে দিতে হয়েছে হার্দিককে।
আরও পড়ুন: সোনাক্ষীকে বিয়ের প্রস্তাব নিয়ে শত্রুঘ্নর কাছে, কী শুনেছিলেন জাহির শ্বশুরের থেকে
হার্দিকের ডিভোর্সের বিবৃতি সামনে আসার পরই এক সাক্ষাৎকারের ক্লিপিং ভাইরাল। যেখানে ভারতের অলরাউন্ডারকে কথা বলতে শোনা যাচ্ছে, কীভাবে তাঁর সমস্ত সম্পত্তি ও ব্যাঙ্ক ব্যালেন্সের অংশীদার হলেন তাঁর মা। ভাইরাল ক্লিপে, ক্রিকেটার প্রকাশ করেছিলেন কেন তার সমস্ত সম্পত্তি তার মায়ের নামে রয়েছে।
আরও পড়ুন: ৮১টি পান্না বসানো ঘড়ি পরে আম্বানির বিয়েতে গিয়েছিলেন রণবীর, জানেন এটির দাম কত?
ভিডিয়োতে, হার্দিক শেয়ার করেছেন যে, তাঁর মা তাঁকে পেশাদার কেরিয়ারের প্রথম দিকে বলেছিলেন, ‘’আমি তোমার সমস্ত অ্যাকাউন্টের অংশীদার হব।’ তিনি আরও জানান, তাঁর বাবা ও ভাইয়ের অ্যাকাউন্টেও তাঁর মায়ের নাম রয়েছে। হার্দিক ব্যাখ্যা করেছিলেন যে তার মালিকানাধীন সবকিছু, ‘গাড়ি থেকে শুরু করে বাড়ি ... সবকিছু’, তার মায়ের নামে।
আরও পড়ুন: হ্যান্ডসাম বাবার মিষ্টি মেয়ে! নেই ডোনা, সানার সঙ্গে কোথায় একান্তে গেলেন সৌরভ
সেই সময় হার্দিক মস্করা করে এটাও বলেন, ‘আমার নামে রাখব না বাবা, তাহলে ৫০ শতাংশ দিতে হবে। মায়ের নামে রাখলে কোথাও যাবে না।
বৃহস্পতিবারের বিবৃতিতে হার্দিক-নাতাশা লেখেন, ‘চার বছর একসঙ্গে থাকার পর আমরা পারস্পরিকভাবে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমরা একসঙ্গে আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি এবং আমাদের সবটুকু দিয়েছি এবং আমরা বিশ্বাস করি এটা আমাদের দুজনের জন্যই সবচেয়ে ভালো। আমরা একসঙ্গে যে আনন্দ, পারস্পরিক শ্রদ্ধা এবং সাহচর্য উপভোগ করেছি এবং আমরা একটি পরিবার গড়ে তুলেছি তার পরিপ্রেক্ষিতে এটি আমাদের জন্য একটি কঠিন সিদ্ধান্ত ছিল।’
‘আমরা অগস্ত্যের সঙ্গে আশীর্বাদপ্রাপ্ত, যিনি আমাদের উভয়ের জীবনের কেন্দ্রবিন্দুতে থাকবে সবসময়। এবং আমরা তাঁর সুখের জন্য যা কিছু করতে পারি, তা নিশ্চিত করার চেষ্টা করব মা-ববা হিসেবে। এই কঠিন এবং সংবেদনশীল সময়ে আমাদের গোপনীয়তা দেওয়ার জন্য আমরা আন্তরিকভাবে আপনাদের অনুরোধ করছি।’