বাংলা নিউজ > বায়োস্কোপ > Vivek Agnihotri-Mahabharata: 'ইতিহাস নাকি পুরাণ?' দেবীপক্ষে বড় চমক দিয়ে মহাভারত নিয়ে একাধিক ছবির ঘোষণা বিবেকের
পরবর্তী খবর
Vivek Agnihotri-Mahabharata: 'ইতিহাস নাকি পুরাণ?' দেবীপক্ষে বড় চমক দিয়ে মহাভারত নিয়ে একাধিক ছবির ঘোষণা বিবেকের
1 মিনিটে পড়ুন Updated: 21 Oct 2023, 04:57 PM ISTSubhasmita Kanji
Vivek Agnihotri-Mahabharata: তিন ভাগে মহাভারত নিয়ে আসতে চলেছেন বিবেক অগ্নিহোত্রী। বড় পর্দায় মুক্তি পাবে এই তিন ছবি।
তিন ভাগে মহাভারত নিয়ে আসছেন বিবেক অগ্নিহোত্রী
দ্য কাশ্মীর ফাইলসের পর কিছুদিন আগেই মুক্তি পেয়েছে দ্য ভ্যাকসিন ওয়ার। দুটো ছবিই সাড়া পেয়েছে দর্শকদের থেকে। তবে প্রথমটি বেশি দাগ কেটেছে তাঁদের মনে। বক্স অফিসে ভালো ব্যবসা করেছিল ছবিটি। এমনকি এই বছর জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ছবিটি একাধিক পুরস্কার পেয়েছে। পল্লবী যোশী, বিবেক অগ্নিহোত্রীর স্ত্রী দ্বিতীয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন এই ছবির জন্যই। ফলে বুঝতে পারছেন সবটা মিলিয়েই এই বছরটা বিবেকের জন্য দারুণ যাচ্ছে। এবার তিনি জানালেন তাঁর আগামী পরিকল্পনার কথা। বড় পর্দার জন্য তিনি এবার মহাভারত নিয়ে আসতে চলেছেন বলেই ঘোষণা করলেন।
ইনস্টাগ্রামে বিবেক এদিন জানান তাঁর আগামী ছবিটি মহাভারতের উপর ভিত্তি করে বানানো হবে যা তিন ভাগে ভাগ করা হবে। ছবিটির নাম দেওয়া হবে পর্ব: অ্যান এপিক টেল অব ধর্ম। ছবিটির প্রযোজনা করবেন বিবেকের স্ত্রী এবং অভিনেত্রী পল্লবী যোশী। এই ছবির গল্পের সহ লেখক হিসেবে থাকবেন প্রকাশ বেলাওয়াডি।
বিবেক অগ্নিহোত্রী এদিন তাঁর ইনস্টাগ্রামে লেখেন, 'মহাভারত কী আসলে ইতিহাস নাকি গল্প? পদ্ম ভূষণ ডক্টর এস এল ভায়রাপ্পার মডার্ন ক্লাসিক পর্ব অ্যান এপিক টেল অব ধর্মর উপর ভিত্তি করে ছবি নিয়ে আসছি। একাধিক কারণ আছে যে কেন পর্বকে মাস্টারপিস বলা হয়।'