১৪৪ বছর পর প্রয়াগরাজে অনুষ্ঠিত হয়েছে মহাকুম্ভমেলা। এই জন্মে এই সুযোগ আর কেউ পাবে না তাই ভারতের প্রত্যেক রাজ্য থেকে এই কয়েকটাদিন উত্তরপ্রদেশের প্রয়াগরাজে ভিড় করেছেন মানুষ। সাধারণ মানুষ থেকে তারকা, সকলেই পুণ্যস্নান করার জন্য ছুটে এসেছেন উত্তরপ্রদেশের এই শহরে।
তবে কুম্ভমেলায় শুধুমাত্র যে পুণ্যস্নান হয়েছে তা নয়, চলতি বছর কুম্ভমেলায় ঘটেছে একাধিক মনে রাখার মতো ঘটনা। একদিকে যেমন একজনের সাধারণ মানুষ হঠাৎ করেই ভাইরাল হয়ে গেছেন শুধুমাত্র সৌন্দর্যের জন্য তেমন অন্যদিকে বলিউডের অন্যতম সুন্দরী মমতা কুলকার্নি পিণ্ড দান করে হয়েছেন সাধু।
আরও পড়ুন: ‘রাবণ ছাড়া অন্য চরিত্রে অভিনয় করতাম না..’, রামায়ণ প্রসঙ্গে কেন এমন মত যশের?
কুম্ভ মেলায় একাধিক দুর্ঘটনার কথাও সামনে উঠে এসেছে যে বারবার। মেলায় একাধিক বার আগুন লেগে যাওয়া, পদদলিত হয়ে একাধিক পুণ্যার্থীর মৃত্যু, দিল্লির স্টেশনে হাজার হাজার মানুষের মৃত্যু সবকিছুই জড়িয়ে রয়েছে এই কুম্ভমেলার সঙ্গে। তবে এত কিছুর মধ্যেও কিছু কিছু এমন দৃশ্য ভাইরাল হয়েছে যা দেখে মানুষ হেসে লুটোপুটি খেয়েছেন।
সম্প্রতি সোশ্যাল মাধ্যমে একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে একজন মহিলা মহাকুম্ভে গেছেন স্নান করতে। সঙ্গে পরিবারের অন্যরা থাকলেও কোনও এক প্রিয়জন অজ্ঞাত কোনও কারণে আসতে পারেননি কুম্ভ মেলায়। কুম্ভ মেলায় ওই প্রিয়জনের না আসার দুঃখ যাতে কোনও ভাবে না থাকে তাই ভিডিয়ো কলের মাধ্যমেই নদীতে প্রিয় মানুষটিকে স্নান করালেন ওই মহিলা।
ভিডিয়োয় দেখা যাচ্ছে, হাতে মোবাইল নিয়ে নদীতে নেমেছেন ওই মহিলা। মোবাইলের অপরপ্রান্তে ভিডিয়ো কলে রয়েছেন এক ব্যক্তি। নদীতে নেমেই আচমকা মোবাইল জলের মধ্যে চুবিয়ে দেন তিনি। একবার নয়, একাধিকবার মোবাইল জলে ডুবিয়ে ভিডিয়ো কলে থাকা ওই প্রিয় মানুষটিকে পুণ্যস্নান করানোর অভিজ্ঞতা করানোর চেষ্টা করেন ওই মহিলা।
আরও পড়ুন: গৌরব খান্নার অসুস্থতা নিয়ে বিদ্রুপ ফারহার, মন্তব্য শুনে ক্ষুব্ধ হলেন ভক্তরা
আরও পড়ুন: দীর্ঘ দাম্পত্য জীবনের ইতি টানতে চলেছেন গোবিন্দা-সুনীতা! অভিনেতার ভাইজি আরতি বললেন...