
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
কয়েকদিন আগেই নিজের প্রথম সিনেমা নিয়ে আভাস দিয়ে গিয়েছিলেন নন্দিনী ওরফে মমতা গঙ্গোপাধ্যায়। এবার ছবি দিলেন সোজা সিনেমার সেট থেকে। শুধু তাই, অনুরাগীদের জন্য করলেন একটা লাইভও। একসময় ভাতের হোটেল চালিয়ে খবরে এসেছিলেন। তারপর শুরু করেন ভ্লগিং। আর এখন সেখান থেকে সোজা সিনেমার নায়িকা।
নন্দিনীর প্রথম সিনেমার নাম ‘তিন সত্যি’। ছবি পরিচালনা করছেন প্রিয়দর্শী বন্দ্যোপাধ্যায়। সেট থেকে দুটি ছবি শেয়ার করে নেন সামাজিক মাধ্যমে। ক্য়াপশনে লিখলেন, ‘প্রিয়দর্শী বন্দ্যোপাধ্যায়ের তিন সত্যির সেটে প্রথম দিনে।’
সিনেমার লুকেই সামনে এলেন নন্দিনী। চোখে-মুখে আর গলায় উচ্ছ্বাস। বলে উঠলেন, ‘তোমাদের দিদি এখন সিনেমার নায়িকা।’ সিনেমায় নন্দিনীকে দেখা যাবে নিলাক্ষী চরিত্রে। যে পেশায় একজন লেখিকা। গোয়েন্দা গল্প এটি। তবে সম্পর্কের বিভিন্ন রকম পর্যায়ও থাকবে এই ছবিতে।
নন্দিনীর প্রশংসায় পঞ্চমুখ পরিচালক প্রিয়দর্শী জানালেন, ‘নন্দিনী বেশ সুন্দর করে চরিত্রটাকে আত্মস্থ করেছে। আমাকে চরিত্রটা নিয়ে অনেক প্রশ্ন করেছে ও, যাতে ভালো করে বুঝতে পারে। প্রথম দিকে অনস্ক্রিন আসা নিয়ে অনেক ভয় ছিল ওর মনে। কতটা পারবে তা নিয়ে দ্বিধা ছিল। কিন্তু এখন দেখছি খুব সুন্দর করে চরিত্রটার মধ্যে ঢুকে গিয়েছে। কোনওদিন ছবিতে যে অভিনয় করেনি, তার পক্ষে এই কাজটা চ্যালেঞ্জিং। যতটা ঝুঁকি আমি নিয়েছিলাম, ততটাই ও নিয়েছিল। আর তাতে নন্দিনী সফলও হয়েছে।’
আরও পড়ুন: ‘প্রকৃত গল্পের অভাব!’, টুকে চলে বলিউড থিওরিকেই সমর্থন করলেন নাসির-পত্নী রত্না?
ডালহৌসিতে নন্দিনীর হোটেলে ভাত খেতে যাওয়া দর্শক, তাঁকে এতদিন দেখে এসেছে জিন্স-টপে। ঘামে ভেজা চেহারা। চুল এলোমেলো। তবে সিনেমার নন্দিনী ওরফে নিলাক্ষী শান্ত-স্নিগ্ধ। চুলে বিনুনি বাঁধা। চোখে মোটা ফ্রেমের চশমা। কপালে একটা টিপ। নন্দিনীকে দেখে মন্ত্রমুগ্ধ নেটপাড়াও। জানালেন শুভেচ্ছা। আরও পড়ুন: ‘ছেলের বউদের মায়ের জায়গা নিয়ে পারব না!’, গৌরব-অর্জুনকে আলাদা থাকতে বলেন মিঠু
খুব কম দিনেই এই আশাতীত সাফল্য পেয়েছেন। জীবনের অনেক ওঠাপড়ার পর পৌঁছেছেন আজকের জায়গায়। স্থায়ী মাস মাইনের চাকরি ছেড়ে কলকাতার ফুটপাথে দোকান চালানো মুখের কথা নয়। রান্না থেকে গ্রাহকদের খাবার পরিবেশন, ক্যাশবাক্সের হিসেব রাখা সবটা করেন তিনি। মা-বাবার পাশে দাঁড়িয়েছেন ঢাল হয়ে। আপাতত বেশ কয়েকদিন আপাতত নন্দিনীকে ছাড়া ফাঁকা ফাঁকা লাগবে তাঁর দোকানটা।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports