আর মাত্র কিছুদিন বাকি। তাও মহাকুম্ভে পুণ্যস্নানের আশায় ভিড় জমাচ্ছেন বহু মানুষ। তারকা থেকে ব্যবসায়ী, নেতা মন্ত্রী কেউই বাদ যাচ্ছেন না। এদিন আগামী ছবি প্রচারের মাঝেই মহাকুম্ভে গেলেন ভিকি কৌশলও। প্রকাশ্যে এল ছবি, ভিডিয়ো।
আরও পড়ুন: 'লোকটাকে চিনি না', Beerbiceps-এর সঙ্গে ছবি দিয়ে কেন এমন লিখলেন বং গাই?
মহাকুম্ভে ভিকি কৌশল
এদিন দেখা যায় গঙ্গার ঘাট থেকে লঞ্চে ওঠেন অভিনেতা। তাঁর সঙ্গে আরও অনেকেই ছিলেন। সেই লঞ্চে করেই এদিন ত্রিবেণী সঙ্গম পৌঁছান অভিনেতা। তবে বাকিদের মতো স্নান করতে দেখা যায়নি তাঁকে।
ভিকি কৌশলের পরনে এদিন কালো শার্ট এবং প্যান্ট দেখা যায়। তিনি বর্তমানে তাঁর আসন্ন ছবি ছাবার প্রচারে ব্যস্ত। ছুটে বেড়াচ্ছেন বিভিন্ন শহরে। কিছুদিন আগে এসেছিলেন কলকাতাতেও। এদিন তিনি ছবির প্রচারের ফাঁকে চলে যান মহাকুম্ভ। এদিন তিনি ANI কে দেওয়া একটি সাক্ষাৎকারে বলেন, 'আমার খুব ভালো লাগছে। আমি অনেক দিন ধরেই চাইছিলাম এই মহাকুম্ভের অংশ হতে। আমার আজ নিজেকে খুব ভাগ্যবান বলে হচ্ছে।'
তবে খালি মহাকুম্ভ নয়, ছবির প্রচারের আগে অমৃতসরের স্বর্ণমন্দির, সিরডি সাই বাবার মন্দির, ঋষ্ণেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শন করেছেন ভিকি কৌশল এবং রশ্মিকা মন্দানা। ছবির সাফল্যের জন্য দিয়েছেন পুজোও।
ছাবা ছবিটি প্রসঙ্গে
ছাবা ছবিটির পরিচালনা করেছেন লক্ষ্মণ উটেকর । দীনেশ বিজন প্রযোজনা করেছেন ছবিটির। ছত্রপতি সম্ভাজি মহারাজের চরিত্রে ধরা দেবেন ভিকি কৌশল। তাঁর স্ত্রীর চরিত্রে থাকবেন রশ্মিকা মন্দানা। ঔরঙ্গজেবের চরিত্রে দেখা মিলবে অক্ষয় খান্নার।
মহাকুম্ভ প্রসঙ্গে
১৪৪ বছর পর আবারও মহাকুম্ভ চলছে এই বছর। ১৩ জানুয়ারি ২০২৫ থেকে শুরু হয়েছে এই জমায়েত। চলবে আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। মহাশিবরাত্রির দিন শেষ হবে পুণ্যস্নান। ইতিমধ্যেই একাধিক তিথিতে শাহি স্নান হয়ে গিয়েছে। লক্ষ লক্ষ মানুষ এসেছেন এই সময় ত্রিবেণী সঙ্গমে স্নান করতে।
আরও পড়ুন: 'আমি শেষ হয়ে যাব...' ৫০-এ পা মীরের, আজও কোন জিনিসকে বেদম ভয় পান?
আরও পড়ুন: 'আরও এক স্বপ্নপূরণ', ঘোড়ার পিঠে চড়ে সমুদ্রে সাঁতার কাটলেন কৌশানি! কোথায়?
মহাকুম্ভে বলিউড তারকারা
বলিউডের একাধিক তারকা মহাকুম্ভে যোগ দিয়েছেন, এসে পুণ্যস্নান সেরে গিয়েছেন। আর তালিকাটা বেশ লম্বা। হেমা মালিনী থেকে অনুপম খের, ভাগ্যশ্রী, মিলিন্দ সোমান, প্রমুখ। এসেছিলেন সুরেশ রায়না, কুমার বিশ্বাস, রেমো ডিসুজা, মমতা কুলকার্নি, প্রমুখ। ছিলেন কাজলের বোনও।