বয়স ৮২, আর এই বয়সে এসে ফের একবার বিয়ে করে বসলেন অভিনেতা জীতেন্দ্র। অবাক হচ্ছেন তো, তবে এমনটাই ঘটেছে। বাবার বিয়ের ছবি-ভিডিয়ো পোস্ট করেছেন অভিনেতার প্রযোজক কন্যা একতা কাপুর। মালাবদল থেকে সাতপাক, সবই হয়েছে। কিন্তু এই বয়সে এসে কাকে বিয়ে করেছেন বর্ষীয়ান অভিনেতা? পাত্রী কে?
পাত্রী আর কেউ নন শোভা কাপুর। অর্থাৎ দীর্ঘদিনের জীবনসঙ্গীর সঙ্গেই আরও একবার বিয়ে সেরেছেন জীতেন্দ্র। উপলক্ষ্য ৫০ বছরের বিবাহ-বার্ষিকী উদযাপন। হ্যাঁ, একসঙ্গে, একে অপরের হাত ধরে দীর্ঘ ৫০ বছর কাটিয়ে ফেললেন তাঁরা। মুম্বইয়ে তাঁদের কৃষ্ণা বাংলোতে একটি জমকালো উদযাপনের আয়োজন করা হয়। সেখানেই আবার পুরনো বউকেই নতুন করে বিয়ে করেন বর্ষীয়ান অভিনেতা। উপস্থিত ছিলেন মুম্বইয়ের বহু তারকা। সেই সেলিব্রেশনের কিছু মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন জীতেন্দ্র ও শোভা কাপুরের দুই ছেলেমেয়ে একতা কাপুর ও তুষার কাপুর।
আরও পড়ুন-‘বাড়ি থেকে পালাতে চেয়েছিলাম, জিন্স পরতে চেয়েছিলাম…’, সেদিন অকপটে বলেন জাকির হুসেন
আরও পড়ুন-ছেলে-মেয়েকে নিয়ে বাপের বাড়িতে, বর্ধমানের বাড়িতে কাটানো নানান মুহূর্ত পোস্ট করলেন শুভশ্রী
আরও পড়ুন-'ওয়াহ তাজ', জাকির হুসেনের পুরনো বিজ্ঞাপনে ছোটবেলার স্মৃতি তাজা করলেন নেটিজেনরা
একতার পোস্ট করা ভিডিয়োতে ক্রিস্টেল ডি'সুজা এবং ঋদ্ধি ডোগরা সহ বেশ কিছু সেলিব্রিটিকেও দেখা গিয়েছে। ছিলেন চাঙ্কি পাণ্ডের স্ত্রী ভাবনা পাণ্ডে এবং নীলম কোঠারি সহ আরও অনেকেই। তাঁরাও এই বর্ষীয়ান দম্পতিকে শ্রদ্ধা জানানোর জন্য বিশেষ এই অনুষ্ঠানে ডান্স পারফর্ম করেন। এছাড়াও জীতেন্দ্রর পরিবারের অন্যান্য সদস্যদের এবং বন্ধুদের অনুষ্ঠানে উপস্থিত থাকতে দেখা গিয়েছে। ভিডিওটি শেয়ার করে, একতা কাপুর ক্যাপশানে লেখেন, ‘শোভা জিত গেই’। পোস্টটি তিনি তাঁর ভাই অভিনেতা তুষার কাপুরকে ট্যাগ করেছেন।
জিতেন্দ্র ও শোভা কাপুর, ১৯৭৪ সালে একে অপরের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন। তাঁদের সম্পর্ক নিয়ে একবার এক সাক্ষাৎকারে মুখ খুলেছিলেন অভিনেত্রী মুমতাজ। জীতেন্দ্রের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা জানিয়ে মুমতাজ বলেছিলেন শোভার সঙ্গে জীতেন্দ্রর ঘনিষ্ঠতার কারণ, তাঁর সঙ্গে কাজ করা কঠিন ছিল। মুমতাজ বলেন, ‘জীতেন্দ্রের সঙ্গে কেমিস্ট্রি তৈরি করা সহজ ছিল না। কেউই তাঁর সঙ্গে ফ্লার্ট করতে পারত না। কারণ তাঁর গার্লফ্রেন্ড শোভা জীতেন্দ্রকে নিয়ে খুব পজেসিভ ছিল। তিনি অভিনেতাকে বিয়ে করতে বদ্ধপরিকর ছিলেন। তবে আবার উনি (জীতেন্দ্র) আমাকেও খুব পছন্দ করতেন। তবে অন্য নায়িকারা আমাকে পছন্দ করত না।’
এদিকে শোভা কাপুরের সঙ্গে বিয়ের আগে হেমা মালিনীর সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল জীতেন্দ্রর।চেন্নাইতে বসেছিল জীতেন্দ্র ও হেমার বিয়ের আসর। বিবাহিত ধর্মেন্দ্রর সঙ্গে মেয়ের বিয়ের ভাঙতেই তড়িঘড়ি জীতেন্দ্রর সঙ্গে তাঁর বিয়ের ঠিক করেছিলেন হেমার বাড়ির লোকজন। তবে শেষমুহূর্তে সেই বিয়ে ভেস্তে যায়। বিয়ের মণ্ডপ থেকে হেমাকে তুলে এনেছিলেন ধর্মেন্দ্র।