ইন্ডিয়া কাউচার উইক ২০২৪। এই শোয়ের ষষ্ঠ দিনে ডিজাইনার গৌরব গুপ্তার সর্বশেষ কালেকশন ‘অরুণোদয়’-তে সাজলেন বেদাং রায়না ও খুশি কাপুর। এদিনের শোস্টপার ছিলেন বেদাং রায়না। আর তাঁর সঙ্গী হয়ে এদিন র্যাম্পে হাঁটেন খুশি কাপুর।
বেদাং ও খুশি
গৌরব গুপ্তার পোশাকে র্যাম্পে হাঁটার সময় এদিন খুশি ও বেদাং-এর রসায়ন অনেকেরই নজর কেড়েছে। তাঁদের একে অপরের প্রতি চাহনি, চোখের দৃষ্টিতে একে অপরের মধ্যে ডুবে ছিলেন তাঁরা। মঞ্চে তাঁদের কথোপকথন, রসায়নই তাঁদের মধ্যে গভীর প্রেমের কথা বেশ বুঝিয়ে দিচ্ছিল। বেদাং এদিন খুশিকে জড়িয়ে ধরার আগেই তাঁদের চোখে চোখে কথা হল। র্যাম্পে হাঁটতে হাঁটতেও তাঁরা একে অপরের থেকে চোখ সরাতে পারছিল না। আর এসবই লেন্সবন্দি হয়েছে।
র্যাম্পে হাঁটার সময় এদিন খুশি কাপুরের চকচকে রূপালি লেহেঙ্গা যেন ঝলমল করে উঠছি। লেহেঙ্গার সঙ্গে মিলিয়ে এদিন খুশি পরে পুঁতি দিয়ে বোনা ঝলমনে ব্লাউজ, যেটির হাতা কিনা কেপ-স্টাইলের। এই লেহেঙ্গাটির বিশেষ স্টাইল অনুযায়ী এটা পেটের নাভির উপর থেকে পরেছিলেন খুশি। এই লেহেঙ্গাটির নকশাও খানিকটা জ্যামিতিক স্টাইলে তৈরি। পোশাকের সঙ্গে মিলিয়ে জাহ্নবী গলায় পরেছিলেন মাল্টি-লেয়ারড চোকার নেকলেস, সঙ্গে পরেছিলেন টোনড মেকআপ।
অন্যদিকে খুশি কাপুরের পোশাকের সঙ্গে মিলিয়ে বেদাং রায়না পরেছিলেন গলাবন্ধ ও লম্বা হাতার শেরওয়ানি। যাতে ছিল চকচকে কালো পুঁতির কাজ। সঙ্গে ছিল কালো ট্রাউজার।
প্রসঙ্গত, চলতি বছরের ২৪ জুলাই শুরু হয়েছে ইন্ডিয়া কাউচার উইক। ৩১ জুলাই শেষ হবে, এই ফ্যাশান শো।
খুশি এবং বেদাং
প্রসঙ্গত জোয়া আখতারের আর্চি কমিকসের ভারতীয় রূপান্তর, দ্য আর্চিস-এ যথাক্রমে বেটি কুপার এবং রেজি ম্যান্টল হিসাবে অভিনয় করেছিলেন কাপুর এবং বেদাং রায়না। যা গত ডিসেম্বরে নেটফ্লিক্স ইন্ডিয়ায় মুক্তি পায়। ছবিতে অভিনয় করেন সুহানা খান, অগস্ত্য নন্দা, মিহির আহুজা, যুবরাজ মেন্ডা সহ অন্যান্যরাষ ছবির প্রযোজনা করেন জোয়া ও রিমা কাগতির টাইগার বেবি ফিল্মস। আর এই ছবিতে কাজ করার পর থেকে বেদাং রায়না ও খুশি কাপুরের প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে।
শ্রীদেবী ও বনি কাপুরের ছোট মেয়ে খুশিকে আগামীতে আমির খানের ছেলে জুনেইদ খানের বিপরীতে একটা ছবিতে দেখা যাবে। অন্যদিকে বেদাং রায়না, ভাসান বালার এসকেপ থ্রিলার 'জিগরা'তে আলিয়া ভাটের ভাইয়ের চরিত্রে অভিনয় করবেন। এর আগে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের অনুষ্ঠানে খুশি ও বেদাংকে একসঙ্গে ঘুরে বেড়াতে এবং নাচতেও দেখা গিয়েছিল।