টেলিভিশনের পর্দা থেকে গায়েব থাকলেও সোশ্যাল মিডিয়ায় একের পর এক ছবি ঝড় তোলে সানজিদা শেখের। হিন্দি টেলিভিশন দুনিয়ার অন্যতম সুপারহট মাম্মা তিনি। যদিও নায়িকার ব্যক্তিগত জীবন গত কয়েক বছর ধরেই টালামাটাল। স্বামী আমির আলির সঙ্গে এক ছাদের তলায় থাকেন না সানজিদা। ২০১৯ সালের অগস্ট মাসে সারোগেসির মাধ্যমে মা হয়েছেন সানজিদা, তবে মেয়ের জন্মের পর থেকেই আলাদা থাকছেন স্বামী-স্ত্রী। বিচ্ছেদের কারণ নিয়ে দুজনের কেউই মুখ খোলেননি। সোশ্যাল মিডিয়ার এই সেনসেশন অন্তর্জালের দুনিয়া থেকে মেয়েকে দূরেই রেখেছিলেন এতদিন। অবশেষে প্রথমবার সানজিদার ইনস্টাগ্রামের দেওয়ালে ধরা দিল আইরা। যদিও চলতি বছর ভ্যালেন্টাইনস ডে-তে আমির আলি মেয়ের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন নেটিজেনদের। সানজিদার শেয়ার করা এই ভিডিয়োয় আইরাকে গরুকে ঘাস খাওয়াতে দেখা গেল। একরত্তির দেখা মিলল সাদা টপ এবং কাল-সাদা ঢলা প্যান্টে। ভিডিয়োর ক্যাপশনে সানজিদা লেখেন- ‘আমার’। সানজিদার এই ভিডিয়োতে লাইক-এর বন্যা। ২ লক্ষেরও বেশি মানুষ লাইক দিয়েছেন এই মিষ্টি ভিডিয়োতে। মেয়েই এখন সানজিদার জীবনের একমাত্র সঙ্গী। মাসখানেক আগে পিঙ্কভিলাকে দেওয়া সাক্ষাত্কারে অভিনেত্রী বলেন, ‘জীবনটা এখন অনেক সুন্দর। আমি শুধু হাসতে চাই। আমার একটা বন্ধু রয়েছে, একমাত্র সঙ্গী আমার এই জীবনের…আমার মেয়ে আইরা’। দাম্পত্য সম্পর্কে চিড় ধরলেও বন্ধুত্বের সম্পর্কটা এখনও অটুট রয়েছে আমির-সানজিদার। সোশ্যাল মিডিয়ায় জন্মদিনে একে অপরকে শুভেচ্ছা জানাতে ভোলেন না দুজনেই।