বাংলা নিউজ > বায়োস্কোপ > Dev Birthday: ২৫ ডিসেম্বর দেবেরও বড়দিন, মা-বাবা, বোন ও রুক্মিণীকে পাশে নিয়ে সেলিব্রেট করলেন সুপারস্টার
পরবর্তী খবর
Dev Birthday: ২৫ ডিসেম্বর দেবেরও বড়দিন, মা-বাবা, বোন ও রুক্মিণীকে পাশে নিয়ে সেলিব্রেট করলেন সুপারস্টার
1 মিনিটে পড়ুন Updated: 25 Dec 2023, 08:04 AM ISTRanita Goswami
২৪ তারিখ রাতে, মা-বাবা ও বান্ধবীকে পাশে নিয়ে কেক কাটেন সুপারস্টার দেব। এদিন ক্রুশ চিহ্ন আঁকা একটা সবুজ জ্যাকেট পরে হাসিমুখে পোজ দেন দেব। দেবের পাশে দেখা যায় তাঁর মা মৌসুমী অধিকারী, বাবা গুরু অধিকারী, বোন দীপালি অধিকারীকে। ছবিতে দেবের মায়ের ঠিক পিছনেই দেখা যাচ্ছে বান্ধবী রুক্মিণী মৈত্রকে।
দেবের জন্মদিন
আজ ২৫ ডিসেম্বর, ক্রিসমাসের শুরু। আর আজকের দিনটা টলি সুপারস্টার দেবের জীবনেও বড়দিন। হ্যাঁ, আজই যে তাঁরও জন্মদিন। আর তার সেলিব্রেশন শুরু হয়েছে বেশ আগে থেকেই। ২২ ডিসেম্বর 'প্রধান'-এর প্রিমিয়ারের পরে, সেদিন রাতেই বান্ধবী রুক্মিণীকে পাশে নিয়ে কেক কাটতে দেখা গিয়েছিল সুপারস্টার দেবকে। আর আরও একবার জন্মদিনের সেলিব্রেশন হল ২৪-(ডিসেম্বর)-এর রাতে।
২৪ তারিখ রাতে, মা-বাবা ও বান্ধবীকে পাশে নিয়ে কেক কাটেন সুপারস্টার দেব। সেই ছবি উঠে এসেছে তাঁর ফ্যানপেজে। সেখানে দেখা যাচ্ছে, ক্রুশ চিহ্ন আঁকা একটা সবুজ জ্যাকেট পরে হাসিমুখে পোজ দিয়েছেন দেব। তাঁর সামনে রাখা তিন তিনটি কেক। দেবের পাশে দেখা যাচ্ছে তাঁর মা মৌসুমী অধিকারী, বাবা গুরু অধিকারী, বোন দীপালি অধিকারীকে। ছবিতে দেবের মায়ের ঠিক পিছনেই দেখা যাচ্ছে বান্ধবী রুক্মিণী মৈত্রকে। এছাড়াও রয়েছেন পরিচালক রাজা চন্দ সহ আরও অনেকেই। একটু ভালো করে খেয়াল করলে দেখা যাবে জন্মদিনের কেকে অবশ্য দেব নয়, লেখা ছিল তাঁর আসল নামটাই, দীপক।