মদ্যপান করে গাড়ি চালানো যে কতটা মারাত্মক হতে পারে, তা আরও একবার প্রকাশ্যে। রবিবার সকালে ঠাকুরপুকুরে একাধিক পথচারীকে পিষে দেয়, সিরিয়াল পরিচালক ভিক্টো ওরফে সিদ্ধান্ত দাস। জানা গিয়েছে, টিআরপতে নাকি ভালো ফল করেছিল তাঁর ধারাবাহিক ভিডিয়ো বউমা! আর তাই শনিবার রাতে পার্টি করতে গিয়েছিলেন শহরের এক পানশালায়। কিন্তু মদ্যপান করবেন জেনেও, সঙ্গে নেননি ড্রাইভার। আর সেই অবস্থায় রবিবার সকালে নিজে ড্রাইভ করে বাড়ি ফেরার পথেই ঘটে যায় সেই মারাত্মক ঘটনা। আহতদের মধ্যে আমিনুর রহমানের মৃত্যু হয়েছে। আরও অনেকে চিকিৎসাধীন।
সেদিন পার্টি করতে ভিক্টোর সঙ্গে গিয়েছিলেন অভিনেতা আরিয়ান ভৌমিক, অভিনেত্রী ঋ সেন, কার্যকরী প্রযোজক শ্রিয়া বসু, ইউটিউবার স্যান্ডি সাহা। তবে স্যান্ডি আর আরিয়ান দুর্ঘটনার সময় ছিলেন না। বরং, রবিবার যখন দুর্ঘটনা ঘটে, তখন তাঁরা সেটে। ভিক্টো ড্রাইভিং সিটে যখন মদ্যপ হয়ে বেপরোয়া গাড়ি চালাচ্ছেন, তখন তাঁর সঙ্গে সেই গাড়িতে সওয়ার ছিলেন শ্রিয়া বসু ও ঋ।
আরও পড়ুন: ব্রেক ফেল নয়, ইচ্ছাকৃত ভাবে পথচারীকে ধাক্কা পরিচালক ভিক্টোর! সামনে এল CCTV ফুটেজ
আপাতত ঋ, স্যান্ডি সাহাকে নিয়ে ক্ষোভে সামিল নেটিজেনরা। আর সেই জেরে কাজ খোয়ালেন দুজনেই। বাদ গেলেন ঋ আর স্যান্ডি। বুধবারই স্যন্ডই জানতে পেরে গেলেন যে, এই ধারাবাহিক থেকে তাঁকে সরে যেতে হচ্ছে। বাদ গেলেন ঋ অর্থাৎ ঋতুপর্ণাও।
ভিক্টোর জায়গায় ধারাবাহিক পরিচালনা করবেন রূপক দে। তিনি এর আগে ‘মিঠাই’, ‘ভূমিকন্যা’ ধারাবাহিকের সঙ্গে যুক্ত ছিলেন। খবর, ঋ-র জায়গায় নাকি ভিডিয়ো বউমাতে অভিনয় করবেন রিমঝিম মৈত্র। তবে স্যান্ডির জায়গায় কে আসতে পারেন, তা জানা যায়নি এখনো। রিমঝিম বা ঋ, কারও সঙ্গেই ফোনে যোগাযোগ করা সম্ভব হয়নি। একইভাবে, সম্ভবত চাকরি হারাতে চলেছেন ধারাবাহিকের কার্যকরী প্রযোজক শ্রিয়া বসুও।
আরও পড়ুন: বচ্চন বাড়ির সদস্য, স্বামীর নাম জড়ায় ‘পরকীয়া’য়! একটু নাকি রাগি, আজ জন্মদিন, বলুন তো কে?
তবে স্যান্ডি গোটা ঘটনা নিয়ে মুখ খুলেছেন টিভি নাইনে। তিনি বলেন, ‘আমি ঘটনাস্থলে ছিলাম না, তবুও আমাকে বাদ দেওয়া হল সিরিয়াল থেকে। ফোন করে আমাকে বলা হল, কাল থেকে আর শ্যুট নেই।’ সঙ্গে তিনি জানিয়েছেন, ‘চারদিকে এত কটাক্ষআসছে, তাই এমন করা হল। কিন্তু আমি এদিকে সেই গাড়িতেই ছিলাম না।’