কলকাতার এক পাঁচতারা হোটেলের বেকারি সেকশনে গিয়ে ভয়ানক অভিজ্ঞতার মুখোমুখি হলেন ছোট পরদার জনপ্রিয় অভিনেত্রী মিষ্টি সিংহ। ‘আলতা ফড়িং’ সিরিয়ালে অমৃতা ভিডিয়ো করে তা শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। যা দেখে নেটনাগরিকদের চক্ষুস্থির। মিষ্টি জানান, হাতে কিছুটা সময় থাকায় নিজের প্রিয় পাঁচতারা হোটেলের বেকারি সেকশনে খেতে ঢুকেছিলেন। কিন্তু সেখানের অস্বাস্থ্যকর পরিস্থিতি দেখে তিনি এতটাই অবাক হয়ে যান যে ভিডিয়ো করে তা সকলের সামনে তুলে ধরেন।
মিষ্টি ইনস্টাগ্রামে রিল বানিয়েছেন। তাতে তাঁকে বলতে শোনা যায়, ‘জেডব্লিউ ম্যারিয়টে গিয়েছিলাম কিছু পিস্ট্রি তুলতে। যখন বাছতে গেলাম দেখি আরশোলা। এরকম একটা ফাইভস্টার সেভেনস্টার হোটেলের খাবারের উপর আরশোলা, পোকা-মাকড় ভাবাই যায় না। এইগুলোই অনলাইনে অর্ডার করার সময়তেও যায়। কতটা অস্বাস্থ্যকর পরিস্থিতি!’
ভিডিয়োতে দেখা যাচ্ছে কাচের শোকেসে থরে থরে সাজানো রয়েছে কেক পেস্ট্রি মাফিন থেকে শুরু করে নানা ধরনের ডেজার্ট। আর তাতে আরশোলা ঘুরে বেড়াচ্ছে। রিলের একটা অংশে হোটেলের কর্মচারীদের সঙ্গেও কথা বলতে দেখা গেল মিষ্টিকে এই নিয়ে।
সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল এই ভিডিয়ো। একজন মন্তব্য করেছেন, ‘জেডব্লিউ কখনওই কোনও রাস্তার ধারের চায়ের দোকান নয়। এমনিতেই করোনা আবার বাড়ছে। ওদের উচিত অবিলম্বে এই নিয়ে ব্যবস্থা নেওয়া। দেখেই ঘেন্না লাগছে।’ আরেকজন লিখলেন, ‘এই ভিডিয়োয় জে ডব্লিউকে ট্যাগ করা হোক। ওদের উর্ধতন কর্তৃপক্ষ জানুক ব্যাপারটা।’ তৃতীয়জন আবার মস্করা করে লিখলেন, ‘কিছু কিছু মানুষের কাছে এই আরশোলাও সোনা… কারণ এরা ফাইভ বা সেভেন স্টার ছাড়া খেতেই পারে না।’
এক বাংলা সংবাদমাধ্যমকে মিষ্টি জানান, ‘এই হোটেলের কেক আমার খুব ভালো লাগে। তাই খেতে গিয়েছিলাম। অর্ডার করতে গিয়ে দেখি খাবারের উপর আরশোলা ঘুরে বেড়াচ্ছে। তখন ভেবেছিলাম এই খাবারগুলো হয়তো বিক্রির জন্য নয়। এরপর দায়িত্বে থাকা মেয়েটি জানায় যে একদম টাটকা খাবার নাকি এগুলো। যার উপরেই ঘুরে বেড়াচ্ছে আরশোলা। এসব দেখে আমি সত্যিই অবাক হই। বাধ্য হই রিল তৈরি করে পোস্ট করতে।’
সঙ্গে তিনি আরও জানান জে ডব্লিউ ম্যারিয়টের পক্ষ থেকে ইতিমধ্যেই তাঁর সঙ্গে যোগাযোগ করে ক্ষমা চাওয়া হয়েছে। এবং অনুরোধ করা হয়েছে ভিডিয়োটি মুছে ফেলার। তবে অভিনেত্রী দৃঢ় প্রতিজ্ঞ, যতক্ষণ না হোটেল কর্তৃপক্ষ সব গ্রাহকের কাছে ক্ষমা চাইছে তিনি ভিডিয়োটি মুছবেন না।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক )