
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
আজ থেকে বছর ৯ আগের কথা, সেই সময় পেজ থ্রি-র পাতায় মুখোরোচক গসিপ ছিল বিরাট-তামান্নার প্রেমের গল্প। ২০১২ সাল নাগাদ একসঙ্গে একটি বিজ্ঞাপনী প্রচারের অংশ হয়েছিলেন ভারতীয় ক্রিকেটের এই তারকা ও ‘বাহুবলী’ নায়িকা। যদিও নিজের চর্চিত প্রেম নিয়ে কোনওদিনই মুখ খোলেননি বিরাট-তামান্না। শনিবার সোশ্যাল মিডিয়ায় আচমকাই চর্চার কেন্দ্রবিন্দুতে বিরাট-তামান্না! ভাবছেন কেন?
ঘটনার সূত্রপাত সোশ্যালে শেয়ার করা একটি ছবি ঘিরে। যা দেখে নেটিজেনদের প্রশ্ন পুরোনো প্রেমিক-প্রেমিকা একসঙ্গে যাচ্ছেন কোথায়? ছবিতে প্রাইভেট জেটে বসে থাকতে দেখা গিয়েছে তামান্নাকে। ক্যামেরার দিকে তাক করে ছবি তুলেছেন তামান্না, সঙ্গে রয়েছেন আরও দুজন। নায়িকার বাঁ দিকে এক মহিলা। আর তার ঠিক পাশে এক পুরুষ। যিনি তামান্নার হাতে থাকা কেক-বিস্কুট সাজানো থালার দিকে লোলুপ দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন।
সেই ছবি দেখে কার্যত মাথা খারাপ হয়ে যাওয়ার জোগাড় নেট নাগরিকদের। কারণ সেই ব্যক্তিকে হুবহু বিরাট কোহলির মতো দেখাচ্ছে! তবে কী সত্যি একসময়ের চর্চিত প্রেমিকার সঙ্গে একফ্রেমে ধরা দিলেন কোহলি? না, সত্যিটা একদমই আলাদা।
আসলে তামান্নার সঙ্গে একফ্রেমে ধরা দেওয়া ব্যক্তিটি আসলে নায়িকার মেকআপ আর্টিস্ট ফ্লোরিয়ান হুরেল। নেটিজেনদের মতে, বিরাটের সঙ্গে ফ্লোরিয়ানের মুখের আদলের বেশ অনেকটা মিল রয়েছে। তাই অনেকেই তামান্নার উদ্দেশে প্রশ্ন করেছেন, ‘আপনার প্লেনে বিরাট কোহলি কী করছেন?’
তামান্না আপতত বেজায় ব্যস্ত। পরবর্তীতে নায়িকাকে দেখা যাবে বোলে চুড়িয়াতে, যেখানে তামান্নার বিপরীতে রয়েছেন নওয়াজউদ্দিন সিদ্দিকি। মুক্তির অপেক্ষায় রয়েছে অভিনেত্রীর ‘এফথ্রি’. ‘দ্যাট ইজ মহালক্ষ্মী’-র মতো ছবি।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports