Sushmita Sen: ৯ বছর পর বলিউডে প্রত্যাবর্তন করলেন পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খান। অভিনেতার প্রত্যাবর্তন প্রসঙ্গে প্রশ্ন করায় সুস্মিতা সেন যা বললেন তা শুনে হতবাক হয়ে গেলেন সকলে।
Ad
সুস্মিতা সেন
২০১৬ সালে ভারতীয় চলচ্চিত্র সমিতি কর্তৃক একটি ঘোষণা করা হয় যার ফলে পাকিস্তানি শিল্পীরা ভারতে কাজ করতে পারতেন না। ভারতের বাসিন্দা না হলে ভারতে কাজ করা যেত না। তবে সেই সমস্ত বাধা নিষেধ টপকে ৯ বছর পর বলিউডে প্রত্যাবর্তন করতে চলেছেন পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খান। আগামী ৯ মে ‘আবির গুলাল’ নামে একটি সিনেমার মাধ্যমে কামব্যাক করতে চলেছেন তিনি।
ফাওয়াদ খানের বলিউডে প্রত্যাবর্তন নিয়ে আপত্তি প্রকাশ করেছেন মহারাষ্ট্র নবনির্মাণ সেনা, শিবসেনা নেতা সঞ্জয় নিরুপম, IIFTD - এর অশোক পন্ডিত এবং FWICE - এর বিএন তিওয়ারি। পাকিস্তানি অভিনেতার ভারতে এসে কাজ করার বিরোধিতা করেন তাঁরা। তবে একদিকে যেমন কিছু মানুষ পাকিস্তানি অভিনেতার বিরোধিতা করছেন তেমন অন্যদিকে উল্টো সুর শোনা গেল সুস্মিতা সেনের গলায়।
সম্প্রতি মুম্বইয়ে অনুষ্ঠিত একটি ফ্যাশন শো অংশগ্রহণ করেছিলেন সুস্মিতা সেন। সঙ্গে ছিলেন প্রাক্তন প্রেমিক রহমান শাল। অনুষ্ঠানের সাংবাদিকদের মুখোমুখি হওয়ার সময় যখন সুস্মিতাকে জিজ্ঞাসা ফাওয়াদ প্রসঙ্গে প্রশ্ন জিজ্ঞাসা করা হয় তখন খুব সাবলীলভাবে তার উত্তর দেন তিনি।
সুস্মিতা বলেন, ‘দেখুন আমি বাউন্ডারি বা দুই দেশের মধ্যে কি সমস্যা তা নিয়ে কথা বলতে চাই না। আমি এই সমস্ত জানি না। তবে আমি শুধু এইটুকু জানি যে শিল্প কখনও বাধা মানে না। কোনও বাউন্ডারি দিয়ে শিল্পকে বেঁধে রাখা যায় না। আর এটা হওয়ারও কথা নয়।’
সুস্মিতা বলেন,' আমরা সবাই আমাদের সৃজনশীলতা দেখানোর স্বাধীনতা নিয়ে জন্মেছি। আমি চাই না কোনও দেশগত সমস্যা একজন শিল্পীর কেরিয়ারে বাধা হয়ে দাঁড়াক।'
পাকিস্তানি ছবিতে কাজ করার প্রসঙ্গে প্রশ্ন জিজ্ঞাসা করায় সুস্মিতা বলেন, ‘আমি সবসময় ভালো ছবিতে কাজ করতে চাই। সিনেমাটি কোথাকার সেটা প্রধান কথা নয়। প্রধান কথা হল যে সেই চরিত্র বা গল্পটি যেন ভাল হয়।’