বলিউড এবং টলিউডের এক ঝাঁক তারকা উড়ে গিয়েছেন বাংলাদেশে। নেটমাধ্যমে তাঁদের বাংলাদেশে উড়ে যাওয়ার খবরে ছড়াছড়ি। কেউ সেলফি পোস্ট করছেন, আবার কেউ বিমানবন্দরে দাঁড়িয়ে ছবি পোস্ট করে বাংলাদেশে উড়ে যাওয়ার বার্তা দিয়েছেন।বাংলাদেশ সংবাদমাধ্যমের খবর, সেই দেশের জনপ্রিয় ‘গানবাংলা চ্যানেল’-এর কর্ণধার ফারজানা মুন্নির মেয়ের বিয়ের অনুষ্ঠানে শনিবার একে একে বাংলাদেশে হাজির হন বলিউড এবং টলিউড তারকারা। স্বামী ড্যানিয়েল ওয়েবারের সঙ্গে বাংলাদেশে পৌঁছান সানি লিওনি। এরপর একে একে কৈলাশ খের, নার্গিস ফাকরি, বাবা যাদব, যশ-নুসরত এবং মিমিরও হাজির থাকার খবর মেলে।ঢাকায় আসার পর সানি লিওনি সোজা চলে যান গানবাংলা টিভির কার্যালয়ে। সেখানে তাঁকে স্বাগত জানান সংগীতশিল্পী ও গানবাংলার কর্ণধার কৌশিক হোসেন। বাংলাদেশের ‘লাভলি অ্যাকসিডেন্ট’ আর ‘দুষ্টু পোলাপান’ মিউজিক ভিডিয়োতে অভিনয় করেছেন সানি। বলি অভিনেত্রীর মিউজিক ভিডিয়োর নৃত্য পরিচালনার দায়িত্বে ছিলেন বাবা যাদব।এছাড়া সানির পাশাপাশি, নুসরত, মিমিও- টিএম রেকর্ডসের ব্যানারে কৌশিক হোসেন তাপস-মুন্নির মিউজিক ভিডিয়োয় কাজ করেছিলেন। নুসরতকে দেখা গিয়েছিল ‘নাচ ময়ূরী নাচ’ মিউজিক ভিডিয়োয়। নীরব হোসেন বিপরীতে ‘তুই আর আমি’ মিউজিক ভিডিয়োয় অভিনয় করেছেন মিমি চক্রবর্তী। নিমন্ত্রণরক্ষার পাশাপাশি বিয়ের অনুষ্ঠানে নাচ-গানেও মেতে উঠেছিলেন সবাই। আপাতত বিয়ে বাড়ির আনন্দে মেতে রয়েছেন তাঁরা।