
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
চলতি মাসের একদম শুরুতেই দ্বিতীয়বার মা হয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তাঁর এবং রাজ চক্রবর্তীর বাড়িতে নতুন মানুষ আসার পর ফের নরমাল লাইফে ফিরে গিয়েছেন অভিনেত্রী। সিনেমা দেখতে যাওয়া থেকে পার্টি, ছেলেকে নিয়ে বেরু বেরু, জিম সবটাই ফের শুরু করে দিয়েছেন তিনি। সপ্তাহের মাঝে শুভশ্রীকে দেখা গেল ছেলেকে নিয়ে বেড়াতে যেতে।
সকাল সকাল ছেলের সঙ্গে একটা মজার বুমেরাং পোস্ট করেন শুভশ্রী। ইউভানকে মায়ের পাশে সোফায় আধশোয়া হয়ে থাকতে দেখা যায়। তার সঙ্গে খুনসুটি করতে থাকেন শুভশ্রী।
আরও পড়ুন: নেপোটিজম বিতর্কে নিন্দুকদের একহাত নিলেন অজয়, করণের কফির আড্ডায় বললেন, 'পরিশ্রম সবারই এক...'
আরও পড়ুন: 'ডাঙ্কি যখন টাকা খরচ করে দেখব তখন...', প্রধান কাবুলিওয়ালা মুক্তির আগেই বিস্ফোরক অঙ্কুশ, লিখলেন কী?
অন্যদিকে এদিন বেলায় ছেলেকে নিয়ে বেড়াতে বেরোন অভিনেত্রী। তাঁকে একটি ব্ল্যাক টিশার্ট এবং হট প্যান্ট পরে বেরোতে দেখা যায়। বিভিন্ন পোজে ছবি তুলে সেগুলো পোস্টও করেন তিনি। সঙ্গে পরেছিলেন রোদ চশমা। ইউভানকে এদিন তাঁর বন্ধুদের সঙ্গে আইস্ক্রিম পার্লারে আইস্ক্রিম খেতে দেখা যায়। ফলে বোঝাই যাচ্ছে যে বোন আসার পর একটু সুযোগ পেলেই মায়ের সঙ্গে ঘুরতে বেরোচ্ছে ছোট্ট ইউভান।
ছেলের সঙ্গে শুভশ্রী
চলতি মাসের ১ তারিখ জন্ম হয় রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের মেয়ের। এই তারকা জুটি তাঁর নাম রেখেছেন ইয়ালিনি। ২০২৩ এর শুরুর দিকে ইউভানের একটি ছবি দিয়ে নিজেদের দ্বিতীয় সন্তান আসার কথা ঘোষণা করেন রাজ , শুভশ্রী। এখন দুই সন্তান নিয়ে তাঁদের জমজমাট সংসার।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports