কমার্শিয়াল বাংলা ছবি হিট নায়িকা শুভশ্রী। কিন্তু রাজের হাত ধরে নিজেকে ভেঙেছেন অভিনেত্রী। ‘পরিণীতা’, ‘ধর্মযুদ্ধ’, ‘বিসমিল্লা’ থেকে ‘ইন্দুবালা ভাতের হোটেল’- ধীরে ধীরে দর্শক চিনছে এক অন্য শুভশ্রীকে। এমন চেনা জমিন ছেড়ে একদম অন্য ভূমিকায় শুভশ্রী। শিখর ছোঁয়ার চেষ্টায় নতুন ইনিংস শুরু করছেন ইউভানের মা। এবার প্রযোজকের ভূমিকায় দেখা যাবে অভিনেত্রীকে।
রাজ চক্রবর্তীর কেরিয়ারের অন্যতম মাইলস্টোন ‘প্রলয়’। এবার ‘আবার প্রলয়’ নিয়ে আসছেন পরিচালক রাজ। লিড রোলে এবার শাশ্বত চট্টোপাধ্যায় এবং ঋত্বিক চক্রবর্তী। কিন্তু এবার সিরিজের আকারে আসছে এটি। সুতরাং বড় পর্দা নয়, সরাসরি ওটিটি প্ল্য়াটফর্ম জি ফাইভে মুক্তি পাবে ‘আবার প্রলয়’। প্রথম ওটিটি কনটেন্ট বানাবেন রাজ, সেই ছবি প্রযোজনায় তাঁর ‘পরিণীতা’ শুভশ্রী।
ছাত্রনেতা বরুণ বিশ্বাসের জীবন সংগ্রাম, তাঁর অকাল মৃত্যুকে নিয়ে এগিয়েছিল ‘প্রলয়’-এর কাহিনি। ২০১৩ সালে মুক্তি পাওয়া সেই ছবিতে লিড রোলে ছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়। দেখা মিলেছিল মিমি চক্রবর্তীরও। দশ বছর পর ‘প্রলয়'-এর যে সিক্যুয়েল নিয়ে আসছেন রাজ, তার প্রেক্ষাপট হবে সুন্দরবন-এমনটাই শোনা যাচ্ছে। এই সিরিজে শাশ্বত-ঋত্বিক ছাড়াও থাকবেন দেবাশিস মণ্ডল, কৌশানী মুখোপাধ্যায়, গৌরব চক্রবর্তী, জুন মালিয়া এবং সায়নী ঘোষ। ১২ বছর পর ফের রাজের ছবিতে সায়নী।
রাজ চক্রবর্তী প্রযোজনা সংস্থা খুলেছেন বছর কয়েক আগেই। এবার প্রযোজক হিসাবে সেই দলে শামিল শুভশ্রীও। অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায় এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘সুন্দরবনের নারী পাচার থেকে যাবতীয় দুর্নীতি দেখানো হবে এই সিরিজে’।
জানা গিয়েছে ডিসেম্বরের শেষে শ্যুটিং শুরু এই ওয়েব সিরিজের। নতুন ভূমিকায় শুভশ্রী কতটা সফল হবেন সেটাই এখন দেখবার।