২০২০ সালের সেপ্টেম্বর মাসে ইউভানকে জন্ম দিয়েছিলেন শুভশ্রী। ২০২৩ সালে অভিনেত্রীর কোল জুড়ে জন্ম নিয়েছিল দ্বিতীয় সন্তান ইয়ালিনি। এই মুহূর্তে দুই সন্তানকে নিয়ে দিন কাটছে শুভশ্রীর। একদিকে বড় সন্তানের পড়াশোনা অন্যদিকে ছোট সন্তানের আধো আধো কথা, রাজ -শুভশ্রীর বাড়ি এখন সব সময় জমজমাটি।
সন্তানদের সঙ্গে কাটানো ছোটখাটো মুহূর্তের ছবি অথবা ভিডিয়ো প্রায়ই পোস্ট করে থাকেন শুভশ্রী। এই ছোট ছোট মুহূর্গুলোই পরে থেকে যাবে স্মৃতির মনিকোঠায়, তাই যেটুকু সময় তিনি বাড়িতে থাকেন সেটুকু সময় এই মুহূর্তগুলি ক্যামেরাবন্দি করে রাখেন তিনি। তেমনই একটি মুহূর্তের ভিডিয়ো সম্প্রতি সমাজ মাধ্যমের পাতায় তুলে ধরেছেন অভিনেত্রী।
আরও পড়ুন: শ্যুটিংয়ের ফাঁকেই কেক কাটিং, দুই কৌশিকের উপস্থিতিতে জন্মদিন উদযাপন করলেন জয়া
আরও পড়ুন: গলায় পদ্মমালা, মাথায় মুকুট, দেবী লক্ষ্মীর বেশে বাসবদত্তা! কীসের শ্যুটিং সারলেন তিনি?
শুভশ্রীর পোস্ট করা ভিডিয়ো রিপোস্ট করা হয়েছে অভিনেত্রীর ফ্যান ক্লাব থেকে। ভিডিয়োয় দেখা যাচ্ছে, ছোট্ট ইয়ালিনি মনের আনন্দে মাটিতে গড়াগড়ি খাচ্ছে। তার পরনে রয়েছে একটি সুপারম্যানের পোশাক। মাটিতে শুয়ে পায়ের ওপর ভর দিয়ে পিছনের দিকে এগিয়ে যাচ্ছে সে, ঠিক যেমনটা তার বয়সী আর পাঁচটা বাচ্চা করে থাকে।
ভিডিয়োয় ইয়ালিনির পাশাপাশি দেখা গিয়েছে ইউভানকেও। ইউভানের পরনে রয়েছে স্পাইডারম্যানের পোশাক। বাড়ির সহকর্মীর সাহায্য নিয়ে একেবারে অনবদ্য স্টান্ট দেখাচ্ছে সে। পা ওপরে করে হাতের ওপর ভর দিয়ে হেটে বেড়াচ্ছে ইউভান।
দুই ভাই বোনের এই অনবদ্য যুগলবন্দী দেখে তাদের ভালবাসা জানিয়েছেন নেটপাড়ার বাসিন্দারা। এমনই ছোটখাটো মুহূর্তের আরও অনেক ভিডিয়ো আগামী দিনে দেখতে চান বলে জানিয়েছেন সকলে। এই ছোট ছোট দুষ্টু মিষ্টি মুহূর্তই তো আনন্দে বেঁচে থাকার অন্যতম কারণ!
আরও পড়ুন: গায়ে লেপ্টে ভিজে শাড়ি, বৃষ্টিতে আগুন ধরালেন তন্বী! 'হট...', লিখলেন রাহুল
আরও পড়ুন: নতুন মেজাজে আসছে জি বাংলার 'সা রে গা মা পা'! কবে থেকে শুরু হবে সম্প্রচার?
প্রসঙ্গত, কিছুদিন আগেই শুভশ্রী অভিনীত ‘গৃহপ্রবেশ’ মুক্তি পেয়েছে, যা এককথায় মানুষের মন কেড়ে নিয়েছে। ছবিতে কৌশিক গঙ্গোপাধ্যায় এবং জিতু কমলের পাশাপাশি শুভশ্রীর অসামান্য অভিনয় মুগ্ধ করেছে দর্শকদের। সিনেমাটি ঋতুপর্ণ ঘোষকে উৎসর্গ করে তৈরি করা হয়েছে, যা দেখে একবার হলেও ঋতুদার কথা মনে করে আবেগতাড়িত হয়ে পড়েন সকলে।